Home /News /technology /
গ্রাহকদের জন্য দুর্দান্ত অফার নিয়ে হাজির রিলায়েন্স জিও, বিনামূল্যে মিলবে এই বিশেষ সুবিধা

গ্রাহকদের জন্য দুর্দান্ত অফার নিয়ে হাজির রিলায়েন্স জিও, বিনামূল্যে মিলবে এই বিশেষ সুবিধা

মান্থলি প্যাক, বার্ষিক প্যাক বা অ্যাড অন ডেটা প্যাকের ক্ষেত্রে এই সুবিধা মিলবে ৷

 • Share this:

  #নয়াদিল্লি: জিও গ্রাহকদের জন্য সুখবর ৷ সম্প্রতি Disney+ Hotstar এর সঙ্গে চুক্তি হয়েছে রিলায়েন্স জিও-র ৷ এই চুক্তি অনুযায়ী এবার থেকে জিও-র প্রিপেড গ্রাহকরা Disney+ Hotstar এর এক বছরের কমপ্লিমেন্টারি সাবস্ক্রিপশন পেতে চলেছেন ৷ অর্থাৎ এর জন্য গ্রাহকদের কোনও বাড়তি চার্জ দিতে হবে না ৷  এখানে হটস্টার স্পেশাল, লাইভ খেলা, লেটেস্ট বলিউড, সুপার হিরো সিনেমা-সহ একাধিক সিরিজ, সিনেমা দেখার সুযোগ রয়েছে ৷ জিও-র ৪০১ টাকা বা তার বেশি প্ল্যান রিচার্জ করালে গ্রাহকরা এই সুযোগ পাবেন ৷

  মান্থলি প্যাক, বার্ষিক প্যাক বা অ্যাড অন ডেটা প্যাকের ক্ষেত্রে এই সুবিধা মিলবে ৷ ৪০১ টাকা মান্থলি প্ল্যানে বর্তমানে পাওয়া যায় ৯০ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং ও জিও অ্যাপের সুবিধা ২৮ দিনের জন্য ৷ এই প্ল্যানে রিচার্জ করালেও গ্রাহকরা এক বছরের Disney+ Hotstar VIP সাবস্ক্রিপশনের সুবিধা পাবেন ৷

  এছাড়া ২৫৯৯ টাকার বার্ষিক প্ল্যান যাতে বছরে ৭৪০ জিবি ডেটা, আনলিমিটেড কলিং পরিষেবা পাওয়া যায় সেই ক্ষেত্রেও একবছরের সাবস্ক্রিপশন পেতে চলেছেন গ্রাহকরা ৷ কম্বো ও ভাউচার প্যাকের ক্ষেত্রেও মিলছে এই সুবিধা ৷ ব্লক ব্লাস্টার হিন্দি সিনেমা থেকে তেলুগু, তামিল, অ্যানিমেশন সিনেমার বিপুল ভান্ডার হটস্টার ৷ আর জিও গ্রাহকরা এবার শীঘ্রই তা দেখতে পাবেন সহজেই  এবং অবশ্যই বিনামূল্যে ৷

  Published by:Dolon Chattopadhyay
  First published:

  Tags: Disney+ Hotstar VIP subscription, Jio Offfer, Reliance Jio

  পরবর্তী খবর