Home /News /technology /

ফের জিও-র চমক, মিলবে ২২৪ জিবি ডেটা

ফের জিও-র চমক, মিলবে ২২৪ জিবি ডেটা

আরও একটি আকর্ষণায় অফার নিয়ে এল মুকেশ আম্বানির সংস্থা রিল্যায়েন্স জিও ৷

 • Share this:

  #মুম্বই: শেষ হতে চলেছে জিও-র সামার সারপ্রাইজ অফার ৷ সেপ্টম্বরে লঞ্চ হওয়ার পর প্রায় ৬ মাস বিনামূল্যে ডেটা ও ভয়েস কলের সুবিধা পেয়েছেন জিও গ্রাহকরা ৷ এরপর সামার সারপ্রাইজ ও ধন ধনা ধন অফারেও ৷ সস্তায় আকর্ষণীয় অফার নিয়ে আসায় জিও-র গ্রাহক সংখ্যা রাতারাতি বেড়ে গিয়েছিল ৷ কিন্তু জুলাই মাস এসে গিয়েছে ৷ আর এই মাসেই শেষ হয়ে যাওয়ার কথা সামার সারপ্রাইজ অফার ৷ এরপর কী করবেন গ্রাহকরা তি নিয়ে ইতিমধ্যেই গ্রাহকদের মধ্যে সেই প্রশ্ন দেখা দিয়েছে ৷ এরই মাঝে আরও একটি আকর্ষণায় অফার নিয়ে এল মুকেশ আম্বানির সংস্থা রিল্যায়েন্স জিও ৷

  আর কয়েকদিনের মধ্যেই শেষ হতে চলেছে সামার সারপ্রাইজ অফার ও ধন ধনা ধন ৷ এরপর কী রিচার্জ করবেন ৷ এরপর থেকে প্রত্যেক মাসে ৩০৩ টাকা দিয়ে রিচার্জ করতে হবে গ্রাহকদের ৷ তাহলে তারা প্রত্যেক দিন পেয়ে যাবেন ১ জিবি ডেটা ৷ এর ভ্যালিডিটি থাকবে ২৮ দিন পর্যন্ত ৷

  এরই মাঝে গ্রাহকদের জন্য ২২৪ জিবি ডেটা অফার নিয়ে এল জিও ৷ তবে কেবলমাত্র JioFi উপভোক্তারা এই পরিষেবা উপভোগ করতে পারবেন। জিও প্রাইম মেম্বরশিপ ৯৯ টাকা দিয়ে রিচার্জ করতে হবে ৷ ৫০৯ টাকার রিচার্জ করলেই মিলবে ২২৪ জিবি ডেটা ৷ প্রত্যেকদিন মিলবে ২ জিবি ৪জি ডেটা ৷ নতুন 'জিওফাই' (JioFi) ডিভাইস এবং নতুন জিও সিম কার্ড কিনে এই অফার উপভোগ করতে পারবেন গ্রাহকরা ৷

  First published:

  Tags: Bengali News, Jio Offer, JioFi, Mukesh Ambani, Reliance Jio

  পরবর্তী খবর