#মুম্বই: টেলিকম ব্যবসায় ফ্রি ডেটা ও ফ্রি কলের অফার দিয়ে বিপ্লব এনেছিল রিলায়েন্স জিও ৷ বর্তমান যুগে ইন্টারনেটই এখন সব ৷ আর ল্যাপটপ-ডেস্কটপের চেয়ে মোবাইলে ইন্টারনেট ব্যবহারের মাত্রা অনেকাংশেই বেড়েছে এখন ৷ রিল্যায়েন্স জিও আসার পর সেটা আরও বেড়েছে ৷ জিও-র ‘ডেটাগিরি’র সঙ্গে তাল মেলাতে রীতিমতো নড়েচড়ে বসতে হয়ে বাকি মোবাইল সংস্থাগুলিকে ৷ গ্রাহক টানতে জিও-এর সঙ্গে প্রতিযোগিতায় একের পর এক আকর্ষণীয় অফার লঞ্চ করেছে বিভিন্ন টেলিকম সংস্থা ৷ এবার আরও একটি নতুন পরিষেবা নিয়ে আসতে চলেছে জিও ৷
টেলিকমের পর এবার ডিজিট্যাল স্যাটেলাইট সার্ভিস নিয়ে আসতে চলেছে রিল্যায়েন্স জিও ৷ সূত্রের খবর খুব শীঘ্রই গ্রাহকদের জন্য জিও DTH পরিষেবা আসতে চলেছে ৷ এই মাসের মধ্যেই এই পরিষেবা মিলতে চলেছে ৷
অ্যান্ড্রয়েড সেটআপ বক্স বা অ্যাপেল সেটআপ বক্সের মাধ্যমে টিভি বিভিন্ন চ্যানেল দেখা যাবে ৷ এর জন্য দিতে হবে মাত্র ১৮০ টাকা প্রতি মাসে ৷ অথার্ৎ খরচ অনেকটাই কমে যেতে চলেছে ৷ জানা গিয়েছে, জিও সেট টপ বক্সে ৩০০টি সাধারণ চ্যালেন এবং ৫০টি এইচ ডি চ্যানেল দেখা যাবে ৷
রিপোর্ট অনুযায়ী, প্রথম ৯০ দিন ওয়েলকাম অফার হিসেবে বিনামূল্যে পরিষেবা দিতে পারে জিও বলে অনুমান গ্রাহকদের ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, Jio Digital Life, Reliance Jio, Reliance Jio DTH, Reliance Jio DTH service likely to be launched soon