হোম /খবর /প্রযুক্তি /
রিচার্জ করে আয় করুন, গ্রাহকদের জন্য নয়া সুবিধা আনল জিও

রিচার্জ করে আয় করুন, গ্রাহকদের জন্য নয়া সুবিধা আনল জিও

রিচার্জ করে আয় করুন৷ PHOTO- FILE

রিচার্জ করে আয় করুন৷ PHOTO- FILE

গ্রাহকদের সুবিধার্থে একাধিক পদক্ষেপ করেছে জিও৷ সংস্থার তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে, আগামী ৩ মে পর্যন্ত সব গ্রাহকদেরই ইনকামিং কল চালু থাকবে৷

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: লকডাউনের মধ্যে গ্রাহকদের জন্য দারুণ সুখবর আনল রিলায়েন্স জিও৷ এবার বাড়িতে বসেই নিজের পরিচিত, আত্মীয় বা বন্ধুবান্ধবের মোবাইলে জিও রিচার্জ করে দিয়ে আয় করতে পারবেন গ্রাহকরা৷ আগামী ৩ মে পর্যন্ত এই সুযোগ পাবেন জিও গ্রাহকরা৷

কয়েকদিন আগেই Jio Associate Plan নামে এই সুবিধে চালু করেছে জিও৷ এই সুবিধায় অন্য কারও রিচার্জ করে দিলে ৪ শতাংশ কমিশন পাবেন জিও গ্রাহকরা৷ একটি মোবাইল অ্যাপের সাহায্যে অন্য জিও ব্যবহারকারীদের নম্বরে রিচার্জ করে দিতে পারবেন জিও গ্রাহকরা৷ এর জন্য তাঁদের একটি অ্যাপ ডাউনলোড করতে হবে৷ লকডাউনের কারণে অনেকেই নিজের ফোনে রিচার্জ করতে পারছেন না৷ বিশেষত বয়স্করা খুবই সমস্যায় পড়েছেন৷ তাঁদের কথা ভেবেই এই সুবিধে চালু করেছে জিও৷

এর পাশাপাশি গ্রাহকদের সুবিধার্থে একাধিক পদক্ষেপ করেছে জিও৷ সংস্থার তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে, আগামী ৩ মে পর্যন্ত সব গ্রাহকদেরই ইনকামিং কল চালু থাকবে৷

এর ফলে লকডাউনের কারণে যাঁদের উপার্জন কমে গিয়েছে বা বন্ধ হয়ে গিয়েছে, সেই গ্রাহকরা উপকৃত হবেন৷ পাশাপাশি যাঁরা বাইরে গিয়ে রিচার্জ করাতে পারছেন না, ইনকামিং কল চালু থাকায় তাঁরাও প্রিয়জনের সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন৷ যেহেতু ৩ মে পর্যন্ত লকডাউন চলার কথা, তাই সেই পর্যন্তই এই সমস্ত সুবিধে দিচ্ছে রিলায়েন্স জিও৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Reliance Jio