#মুম্বই: আর মাত্র একদিন ৷ তারপরই বাজারে আসতে চলেছে 4G VoLTE জিও ফিচার ফোন ৷ ডিজিটাল ইন্ডিয়া গড়তে দেশের প্রত্যেকের হাতে ৪জি ফোন তুলে দিতে একের পর এক নতুন উদ্যোগ নিয়ে চলেছে মুকোশ আম্বানির সংস্থা ৷ এখন তাদের মূল লক্ষ্য হচ্ছে আগামী দু’বছরে ২০ কোটি Lyf ব্র্যান্ডের ফিচার ফোন বাজারে লঞ্চ করা ৷ অনেকদিন ধরেই জল্পনা চলছে যে শুক্রবার রিল্যায়েন্সের বার্ষিক সভায় এই ফোনটি লঞ্চ করতে চলেছে মুকেশ আম্বানি ৷ গত বছর জিও লঞ্চ করে টেলিকম দুনিয়ায় ঝড় তুলেছিল রিল্যায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানি ৷ এবারও সেরকম কিছু হতে চলেছে বলে অনুমান করা হচ্ছে ৷
২০১৬ সালে Lyf ব্র্যান্ডের ১৩৬ মিলিয়ন ফোন বিক্রি হয়েছিল ৷ তাই ২০ কোটির টার্গেটে পৌঁছেতে বেশ কিছু নতুন পদক্ষেপ নেওয়া হবে বলে মনে করা হচ্ছে ৷
প্রথমে বছরে ১০০ মিলিয়ন ও দ্বিতীয় বছরে ১০০ মিলিয়ন করার লক্ষ্য রয়েছে সংস্থার ৷ হ্যান্ডসেটটির দাম রাখা হবে ১০০০ থেকে ১,৫০০ টাকার মধ্যে ৷ সমস্ত স্তরের মানুষের হাতে যাতে ৪জি ফোন পৌঁছে দেওয়া যায় তাই সস্তার এই ফোন লঞ্চ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
ফোনটিতে থাকবে স্মার্টফোনেরই বেশ কিছু ফিচার যেমন জিও টিভি, জিও মানি-র মতো কিছু প্রি-লোডেড অ্যাপস ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: 4G Feature Phone, Bengali News, Mukesh Ambani, Reliance Jio, Reliance Jio Aims to Sell 20 Crore Units