• Home
 • »
 • News
 • »
 • technology
 • »
 • ডিজিটাল দুনিয়ায় উপস্থিতি জোরালো করতে নতুন কৌশল, নতুন সংস্থা তৈরি করতে চলেছে রিলায়েন্স

ডিজিটাল দুনিয়ায় উপস্থিতি জোরালো করতে নতুন কৌশল, নতুন সংস্থা তৈরি করতে চলেছে রিলায়েন্স

রিলায়েন্স জিওকে ঋণমুক্ত করা ও সংস্থার ডিজিটাল পরিষেবাকে উন্নত করতেই এই উদ্যোগ। জিও-ছাড়া সমস্ত ডিজিটাল পরিষেবাকে নতুন সংস্থার অধীনে আনা হবে।

রিলায়েন্স জিওকে ঋণমুক্ত করা ও সংস্থার ডিজিটাল পরিষেবাকে উন্নত করতেই এই উদ্যোগ। জিও-ছাড়া সমস্ত ডিজিটাল পরিষেবাকে নতুন সংস্থার অধীনে আনা হবে।

রিলায়েন্স জিওকে ঋণমুক্ত করা ও সংস্থার ডিজিটাল পরিষেবাকে উন্নত করতেই এই উদ্যোগ। জিও-ছাড়া সমস্ত ডিজিটাল পরিষেবাকে নতুন সংস্থার অধীনে আনা হবে।

 • Share this:

  #মুম্বই: ডিজিটাল দুনিয়ায় উপস্থিতি জোরালো করতে নতুন কৌশল। স্বশাসিত ও নতুন এক সংস্থা তৈরি করতে চলেছে রিলায়েন্স ইন্ড্রাস্ট্রিজ।

  রিলায়েন্স জিওকে ঋণমুক্ত করা ও সংস্থার ডিজিটাল পরিষেবাকে উন্নত করতেই এই উদ্যোগ। জিও-ছাড়া সমস্ত ডিজিটাল পরিষেবাকে নতুন সংস্থার অধীনে আনা হবে।

  সুপ্রিম কোর্টের নির্দেশে টেলিকম সংস্থাগুলির ওপর চেপেছে বিপুল আর্থিক বোঝা। তিন মাসের মধ্যে সেই টাকা মিটিয়ে দেওয়ার নির্দেশ শীর্ষ আদালতের। বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, ১৪ বছর ধরে যে টাকা বকেয়া, তা দ্রুত মেটাতে হবে টেলিকম সংস্থাকে।

  সংস্থার যাবতীয় ডিজিটাল পরিষেবা ছাড়াও ডিজিটাল ব্যবসায় নতুন ক্ষেত্রেও লগ্নি করবে নতুন সংস্থা। ব্রডব্র্যান্ড ব্যবহারে দুনিয়ার মধ্যে ১৫৫ নম্বরে ভারত। অথচ মোবাইল ডেটা ব্যবহারে দেশ বিশ্বে পয়লা নম্বরে। এই দুয়ের মধ্যে সমন্বয় তৈরির লক্ষ্যেও কাজ করবে নতুন সংস্থা।

  জিও-র অন্য পরিষেবা যেমন মাইজিও, জিওটিভি, জিওনিউজ, জিও ওয়ালেটের মতো পরিষেবাও নতুন সংস্থার আওতায় আসবে। এই প্রক্রিয়া শেষ হলে জিও-র মোট সম্পদের পরিমাণ দাঁড়াবে ২ লক্ষ ৩৭ হাজার কোটি টাকা। রিলায়েন্স চেয়ারম্যান মুকেশ আম্বানির আশা, নতুন উদ্যোগের মাধ্যমে ডিজিটাল ইন্ডিয়ায় রিলায়েন্সের লক্ষ্যকে আরও দ্রুত বাস্তব করা সম্ভব হবে।

  First published: