Redmi Note 10: দাম বাড়ল Xiaomi Note 10-এর। মার্চ মাসে লঞ্চ হওয়া এই ফোনের দাম আগের চেয়ে বেড়েছে ৫০০ টাকা। তবে, বেশ কয়েকটি ওয়েবসাইট ও ই-কমার্স সাইট এই ফোন কেনাকাটার উপর ছাড় দিচ্ছে। সংস্থার তরফে বলা হয়েছে, যেখান থেকেই এই 5000 mAh-এর ফোনটি কেনা হোক না কেন, কোভিড পরিস্থিতির জন্য ডেলিভারি হতে সময় লাগবে এবং মুম্বই ও দিল্লির ক্ষেত্রে ডেলিভারির বিষয়টি ও সময়টি নির্ভর করবে সেখানকার লকডাউনের নিয়মের উপর। বর্তমানে Amazon ও Mi ওয়েবসাইটে এই ফোন নতুন দামে বিক্রি হচ্ছে।
দামের দিক থেকে আগে Redmi Note 10-এর 4GB + 64GB ভ্যারিয়েন্টের দাম ছিল ১১,৯৯৯ টাকা। ৫০০ টাকা বেড়ে বর্তমানে এর দাম দাঁড়িয়েছে ১২,৪৯৯ টাকা। 6GB + 128GB ভ্যারিয়েন্টের দাম ছিল ১৩,৯৯৯ টাকা। ৫০০ টাকা বেড়ে দাম দাঁড়াল ১৪,৪৯৯ টাকা। এই দু'টি ভ্যারিয়েন্টই অ্যাকোয়া গ্রিন, ফ্রস্ট হোয়াইট ও শ্যাডো ব্ল্যাকে পাওয়া যাচ্ছে।
এই ফোনের উপর Amazon একাধিক অফার দিচ্ছে। যার মধ্যে অন্যতম এক্সচেঞ্জ অফার। এছাড়াও Amazon Pay Later ব্যবহার করে এই ফোন কিনলে ১০০ টাকা পাওয়া যাচ্ছে। Amazon ছাড়াও Mi ওয়েবসাইটও অফার দিচ্ছে। এই ওয়েবসাইট থেকে MobiKwik-এর সাহায্যে কেনাকাটা করলে ৪০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে।
Redmi Note 10 MIUI 12 ও Android 11-এর সঙ্গে পাওয়া যাচ্ছে। রয়েছে 6.43-inch full-HD+ Super AMOLED ডিসপ্লে। সঙ্গে 1,100 nits পিক ব্রাইটনেস। Qualcomm Snapdragon 678 SoC রয়েছে এই ফোনে। 6GB of LPDDR4X RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাচ্ছে। যা microSD দ্বারা 512 GB পর্যন্ত এক্সপ্যান্ডেবল।
এই ফোনের ক্যামেরা কোয়ালিটিও দুর্দান্ত। রয়েছে আকর্ষণীয় ক্যামেরা সেটআপ। 48 MP প্রাইমারি শ্যুটার, 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2MP ম্যাক্রো শ্যুটার ও 2MP ডেপথ সেন্সর রয়েছে। ফ্রন্টে রয়েছে 13MP সেলফি শ্য়ুটার।
কানেকটিভিটির দিক থেকে এই ফোনে 4G VoLTE, Wi-Fi, Bluetooth 5.0, GPS/A-GPS রয়েছে। চার্জিংয়ের পোর্ট USB Type-C ও সঙ্গে 3.5mm হেডফোন জ্যাক পাওয়া যাচ্ছে। 5000 mAh-এর এই ফোনে 33 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সুবিধাও রয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Redmi