হোম /খবর /প্রযুক্তি /
লঞ্চ হল Redmi K40 সিরিজের তিনটি ফোন, জেনে নিন কী কী ফিচার রয়েছে ফোনগুলিতে

লঞ্চ হল Redmi K40 সিরিজের তিনটি ফোন, জেনে নিন কী কী ফিচার রয়েছে ফোনগুলিতে

গতকাল লঞ্চ হল Redmi K40, Redmi K40 Pro, K40 Pro+। তবে, এই ফোনগুলি এখনও বিশ্ববাজারে আসেনি

  • Share this:

Redmi K40: অনেক দিন ধরেই জল্পনা ছিল Xiaomi Redmi-র নতুন সিরিজের ফোন লঞ্চ নিয়ে। এবার সেই জল্পনাকেই সত্যি করে বাজারে এল Redmi-র K40 সিরিজ। গতকাল লঞ্চ হল Redmi K40, Redmi K40 Pro, K40 Pro+। তবে, এই ফোনগুলি এখনও বিশ্ববাজারে আসেনি। আপাতত চিনেই পাওয়া যাবে বলে জানা গিয়েছে।

এই তিনটি ফোনই দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি ও প্রসেসর দিয়ে তৈরি হয়েছে। এর মধ্যে K40-তে রয়েছে Qualcomm’s Snapdragon 870 SoC। Redmi K40 Pro ও K40 Pro+-তে রয়েছে Qualcomm’s Snapdragon 888। প্রসেসর আলাদা হলেও এই তিনটিরই রিফ্রেশ রেট এক। 120Hz রিফ্রেশ রেট সঙ্গে AMOLED ডিসপ্লে পাওয়া যাবে।

এছাড়াও কী কী ফিচার থাকছে এই ফোনগুলিতে?

Redmi K40-এ 8GB RAM, 128GB ইন্টারনাল মেমোরি পাওয়া যাবে। অন্য দিকে Redmi K40 Pro-তে 12GB RAM ও 256GB ইন্টারনাল মেমোরি পাওয়া যাবে।

এই Pro মডেলে 4,520mAh ব্যাটারি দেওয়া হচ্ছে, যা 33W-এর ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। Redmi K40-র ব্যাটারি ব্যাক-আপও একই থাকছে। এতে 4,500mAh ব্যাটারি রয়েছে। দু'টি ফোনেই অপারেটিং সিস্টেমের দিক থেকে Android 11 দেওয়া হয়েছে।

Redmi K40 ও Redmi K40 Pro দু'টি ফোনেই সেলফির জন্য সব চেয়ে ছোট পাঞ্চ-হোল কাট দেওয়া হয়েছে। থাকছে ট্রিপল-রেয়ার ক্যামেরা সেট-আপ। Redmi K40-তে 48MP-র ক্যামেরা থাকছে। সঙ্গে দেওয়া হচ্ছে Sony IMX582 প্রাইমারি শুটার। রয়েছে 8MP আল্ট্রা ওয়াইড লেন্স, 5MP টার্টিয়ারি সেন্সর ও 20MP সেলফি ক্যামেরা।

Redmi K40 Pro+ -এ 108MP Samsung ISOCELL সেন্সর থাকছে। এই একই ক্যামেরা আবার Redmi K40 মডেলেও থাকবে কি না, তা জানা যায়নি। এই দু'টি ফোনেই 5G, 4G LTE, Wi-Fi 6, Bluetooth 5.2, GPS, NFC পাওয়া যাচ্ছে। সঙ্গে রয়েছে USB Type-C পোর্ট।

Redmi K40-র দাম শুরু হচ্ছে চিনে CNY 1,999 থেকে, ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় ২২,৫০০ টাকা। Redmi K40 Pro-র দাম শুরু হচ্ছে চিনে CNY 2,799 থেকে, যা ভারতে প্রায় ৩১,০০০ টাকা। আর Redmi K40 Pro+-র দাম চিনে শুরু হচ্ছে CNY 3,699 থেকে। ভারতে যা প্রায় ৪১,৬০০ টাকা।

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Redmi