আজ, ২৯ সেপ্টেম্বর দ্বিতীয়বার ফ্ল্যাশ সেলে পাওয়া যাচ্ছে Redmi 9A। ২ সেপ্টেম্বর ভারতে লঞ্চ হয়েছিল Xiaomi-র নতুন এন্ট্রি লেভেল স্মার্টফোন Redmi 9A। কোম্পানির ৯ সিরিজের সবচেয়ে সস্তার ফোন Redmi 9A। এই ফোনের বিশেষ আকর্ষণ এর ৫০০০ এমএএইচ ব্যাটারি আর মিডিয়াটেক হেলিও জি২৫ প্রসেসর। দুপুর ১২ টা থেকে Mi.com ও Amazon এ পাওয়া যাচ্ছে ফোনটি। ভারতে রেডমি ৯ এ এর দাম শুরু হয়েছে ৬,৭৯৯ টাকা থেকে।
অ্যামাজনে দেওয়া তথ্য অনুযায়ী, আপনি যদি প্রাইম মেম্বার হন আর ফোনটি কেনার সময় যদি Amazon Pay ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করেন তাহলে পেয়ে যাবেন ৫ শতাংশ ক্যাশব্যাক। আর যদি আপনি নন-প্রাইম মেম্বার হন তাহলে পাবেন ৩% ছাড়। এছাড়াও HSBC Cashback কার্ডে গ্রাহকরা পেয়ে যাবেন ৫ শতাংশ ডিসকাউন্ট। গ্রাহকরা চাইলে আবার ফোনটি নো কস্ট ইএমআই তেও কিনতে পারবেন।
ভারতে দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে Redmi 9A - ২ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ আর ৩ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ। তিনটি রঙে পাওয়া যাচ্ছে এই ফোনটি - নেচার গ্রীন, সি ব্লু এবং মিডনাইট ব্ল্যাক।
Redmi 9A স্পেসিফিকেশন: Redmi 9A-তে রয়েছে ৬.৫৩ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে, যার আসপেক্ট রেশিও ২০:৯। ফোনের ডিসপ্লের রেজুলেশন ৭২০×১৬০০ পিক্সেল। ফোনে ভিতরে রয়েছে অক্টাকোর মিডিয়াটেক হেলিও জি২৫ প্রসেসর, সঙ্গে জিবি পর্যন্ত র্যাম এবং ৩২ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ। মাইক্রোএসডির মাধ্যমে ফোনের স্টোরেজ বাড়ানো যাবে। সিকিউরিটির জন্য ফোনে ফেস আনলক আছে।
Redmi 9A ক্যামেরা: ছবি তোলার জন্য Redmi 9A-এ তে রয়েছে এফ/২.২ অ্যাপারচার-সহ ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। সেলফি তয়াল্র জন্য রয়েছে এফ/২.২ লেন্স সহ ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ারের জন্য ফোনে রয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ১০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। ডুয়েল সিমের Redmi 9A-এ তে অ্যান্ড্রয়েড ১০ এর উপরে চলবে এমআইইউআই ১২ ইন্টারফেস। তিনটি রঙে পাওয়া যাবে Redmi 9A- নেচার গ্রীন, সি ব্লু এবং মিডনাইট ব্ল্যাক।
Redmi 9A দাম: Redmi 9A-এর ২ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজের দাম ৬,৭৯৯ টাকা। আর ৩ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজের দাম ৭,৪৯৯ টাকা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।