হোম /খবর /প্রযুক্তি /
RECONNECT নিয়ে এলো ‘DISNEY | MARVEL– FAN AT HEART’-কালেকশন ! দাম শুরু ২৪৯ থেকে !

RECONNECT নিয়ে এলো ‘DISNEY | MARVEL– FAN AT HEART’-কালেকশন ! দাম শুরু ২৪৯ থেকে !

অনলাইনেও কেনা যাবে এই সমস্ত সামগ্রী।

  • Last Updated :
  • Share this:

#RECONNECT: RECONNECT নিয়ে এল ‘DISNEY | MARVEL – FAN AT HEART’ কালেকশন। ১৬০টি নতুন প্রোডাক্ট নিয়ে এল তারা যেগুলি মারভেল এবং ডিসনির বিখ্যাত চরিত্র থেকে উৎসাহিত। DISNEY | MARVEL-এর সঙ্গে যুক্ত হয়ে এই প্রোডাক্ট লঞ্চ করল তারা। আইকনিক মিকি ও মিনি মাউসকে নতুন ভাবে তারা নিয়ে আসছে। Marvel Avengers প্রেমিদের এই প্রোডাক্ট উৎসাহিত করবে। RECONNECT-এর সঙ্গে মানুষের বিশ্বাসের সম্পর্ক আরও দৃঢ় হবে। এই প্রোডাক্টের মধ্যে থাকছে ফোনের অ্যাকসেসরিজ, অডিয়ো ডিভাইস, ও পার্সোনাল কেয়ারের সামগ্রী।

ক্রেতারা ১৬০ রকমের মারভেল ও ডিজনির দ্ধারা উদ্বুদ্ধ প্রোডাক্ট পেয়ে যাবেন। তার মধ্যে থাকবে পাওয়ার ব্যাঙ্ক, চার্জার, স্পিকার, হেড ফোন, হেয়ার ড্রায়ার, টোস্টার এছাড়াও আরও অনেক ইলেকট্রনিক প্রোডাক্ট। ক্রেতারা নিজেদের পছন্দ মতো যে কোনও জিনিস পেয়ে যাবেন এখানে।

‘Disney|Marvel – Fan at Heart’ -এর এই প্রোডাক্টের দাম শুরু হচ্ছে ২৪৯ টাকা থেকে। এই সব কিছুই পাওয়া যাবে রিকানেক্টের যে কোনও রিটেল শপে। অনলাইনেও কেনা যাবে এই সমস্ত সামগ্রী। অনলাইনে এই প্রোডাক্ট কিনতে হলে https://www.reliancedigital.in/ এই লিঙ্কে যেতে হবে। এখানে গিয়ে দেখেও নিতে পারেন কি কি থাকছে।

Published by:Piya Banerjee
First published:

Tags: DISNEY MARVEL – FAN AT HEART COLLECTION, RECONNECT