Realme Narzo 20A Sale: আজ প্রথমবার ভারতে ফ্ল্যাশ সেলে পাওয়া যাচ্ছে Realme Narzo 20A। Flipkart ও Realme.Com-এ দুপুর ১২ টা থেকে পাওয়া যাচ্ছে রিয়েলমি নারজো ২০এ । সম্প্রতি কোম্পানি ভারতে রিয়েলমি নারজো ২০ সিরিজ লঞ্চ করেছে। এই ফোনটির বিশেষ আকর্ষণ এর ট্রিপেল রিয়ার ক্যামেরা সেটআপ ও ৫০০০ এমএএইচ এর ব্যাটারি। Realme Narzo 20A এর ওপর রয়েছে আকর্ষণীয় অফারও।
Realme Narzo 20A অফার: ফ্লিপকার্টে দেওয়া তথ্য অনুযায়ী, ফোনটি কেনার সময় গ্রাহকরা যদি ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে EMI ট্রানজাকশনের করেন তাহলে পেয়ে যাবেন ৫% ডিসকাউন্ট। সেই সঙ্গে ২৯৯ টাকায় পেয়ে যাবেন ২ বছরের Discovery Plus Premium-এর সাবস্ক্রিপশন। রিয়েলমি নারজো ২০এ এর নো কস্ট ইএমআই শুরু হচ্ছে ৯৪৫ টাকা থেকে।
Realme Narzo 20A স্পেসিফিকেশন: Realme Narzo 20A-তে রয়েছে ৬.৫ ইঞ্চি মিনি-ড্রপ ফুলস্ক্রিন ডিসপ্লে। যার রেজোলিউশন ৭২০ x ১৬০০ পিক্সেল এবং আসপেক্ট রেশিও ৮৯.৮। ফোনটির ভিতরে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৬৫ প্রসেসর । সঙ্গে ৪ জিবি পর্যন্ত র্যাম ও ৬৪ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ। ডিসপ্লের প্রটেকশনের জন্য রয়েছে কর্নিং গরিলা গ্লাস ৩। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে। ফোনটিতে অ্যান্ড্রয়েড ১০ এর উপরে চলবে রিয়েলমি ইউআই ওএস।
Realme Narzo 20A ক্যামেরা: ছবি তোলার জন্য নারজো ২০এ ফোনটিতে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। তাতে রয়েছে এফ/১.৮ অ্যাপারচার সহ ১২ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। এফ/২.৪ অ্যাপারচার সহ ২ মেগাপিক্সেল ব্ল্যাক/হোয়াইট লেন্স আর এফ/২.৪ অ্যাপারচার সহ ২ মেগাপিক্সেল রেট্রো লেন্স। এতে সেলফি আর ভিডিও কলিং এর জন্য রয়েছে ৮ মেগাপিক্সেল এআই এইচডি ক্যামেরা।
Realme Narzo 20A ব্যাটারি: পাওয়ারের জন্য রয়েছে ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি। একবার ফুল চার্জ ৪০ দিনের স্ট্যান্ডবাই টাইম দেবে এই ব্যাটারি। চার্জিংয়ের জন্য এতে ইউএসবি টাইপ সি পোর্ট আছে।
Realme Narzo 20A দাম: Realme Narzo 20A দাম শুরু হচ্ছে ৮,৪৯৯ টাকা থেকে। এতে আপনি পেয়ে যাবেন ৩ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের ফোনটি। ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজের দাম ৯,৪৯৯ টাকা। এই ফোনটি দুটি রঙে পাওয়া যাবে - গ্লোরি সিলভার এবং ভিকট্রি ব্লু।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।