হোম /খবর /প্রযুক্তি /
শীঘ্রই দেশের বাজারে আসছে Realme GT 5G, জেনে নিন দাম ও ফিচার

শীঘ্রই দেশের বাজারে আসছে Realme GT 5G, জেনে নিন দাম ও ফিচার

ফোনে থাকছে ৪,৫০০ mAh ব্যাটারি, ১২ GB পর্যন্ত RAM ও ৬.৪৩ ইঞ্চি সুপার AMOLED ডিসপ্লে

  • Share this:

Realme GT 5G: এবার Realme GT 5G নিয়ে হাজির হচ্ছে চিনা ফোন প্রস্তুতকারী সংস্থা Realme। সব ঠিক থাকলে কয়েক মাসের মধ্যেই দেশের বাজারে আসতে পারে এই ফোন। এক্ষেত্রে ফোনে থাকছে ৪,৫০০ mAh ব্যাটারি, ১২ GB পর্যন্ত RAM ও ৬.৪৩ ইঞ্চি সুপার AMOLED ডিসপ্লে। আসুন জেনে নেওয়া যাক বিশদে!

প্রথমেই জেনে নেওয়া যাক, স্টোরেজ অপশন অনুযায়ী ফোনের দাম! এক্ষেত্রে ৮ GB RAM + ১২৮ GB স্টোরেজ মডেলের Realme GT 5G ফোনের দাম ২,৭৯৯ CNY অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৩১,৫০০ টাকা। অন্য দিকে, ১২ GB RAM + ২৫৬ GB স্টোরেজ মডেলের Realme GT 5G ফোনের দাম ৩,২৯৯ CNY অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৩৭,০০০ টাকা। মোট দু'টি অর্থাৎ ব্লু ও সিলভার কালার অপশনে পাওয়া যাচ্ছে ফোনটি। শোনা যাচ্ছে, একটি ভেগান লেদার এডিশন নিয়েও হাজির হয়েছে সংস্থা। ১০ মার্চ থেকে চিনের বাজারে পাওয়া যাবে এই এডিশন।

কেমন দেখতে হয়েছে ফোনটি? এক্ষেত্রে Realme GT 5G ফোনে থাকছে ৬.৪৩ ইঞ্চি সুপার AMOLED ডিসপ্লে। এর রিফ্রেশ রেট ১২০ HZ ও ব্রাইটনেস ১০০০ nits। হোল পাঞ্চ ডিজাইনের এই ডিসপ্লে পুরোপুরি ভাবে কর্নিং গোরিলা গ্লাস ৫ দ্বারা প্রোটেক্টেড। কোয়ালকম স্ন্যাপড্রাগন (Qualcomm Snapdragon 888 SoC) প্রসেসরে চলে ফোনটি। এর পাশাপাশি নতুন Realme GT 5G ফোনে রয়েছে Adreno 660 GPU। সর্বোচ্চ ব়্যামের পরিমাণ ১২ GB ও অনবোর্ড স্টোরেজের পরিমাণ ২৫৬ GB।

ক্যামেরা পারফরম্যান্সের দিক থেকেও যথেষ্ট আকর্ষণীয় এই ফোন। এক্ষেত্রে Realme GT 5G থাকছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেট-আপ। ফোনের পিছনের দিকে থাকছে ৬৪ মেগা পিক্সেল প্রাইমারি শ্যুটার, ৮ মেগা পিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও ২ মেগা পিক্সেল ম্যাক্রো লেন্স। ফোনের সামনের দিকে থাকছে ১৬ মেগা পিক্সেল সেলফি শ্যুটার। ক্যামেরায় ProRAW মোড, AI সেলফি সহ একাধিক ফিচার রয়েছে। এই ক্যামেরার সাহায্যে প্রায় ৬০ fps-এ 4K ভিডিও রেকর্ডিং করা যায়।

এর ব্যাটারি ব্যাক আপও মন্দ নয়। Realme GT 5G-এ ব্যাটারির পরিমাণ ৪,৫০০ mAh। এটি ৬৫ W পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কানেক্টিভিটি অপশনের দিক থেকেও যথাযথ Realme GT 5G ফোন। এক্ষেত্রে ফোনে থাকছে ডুয়াল মোড 5G ও 4G LTE কানেকশন, Wi-Fi 6 ভার্সন, ব্লুটুথ ৫.২ ভার্সন ও GPS কানেকশন। সঙ্গে রয়েছে USB টাইপ C পোর্ট ও ৩.৫ mm হেডফোন জ্যাক।

তবে ফোনটির লঞ্চ নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে। সূত্রে খবর, কয়েক মাসের মধ্যেই দেশের বাজারে আসতে পারে এই স্মার্টফোন। তবে বিশ্ব বাজারে Realme GT 5G কবে লঞ্চ করবে, তা এখনও জানা যায়নি। এ নিয়ে ফোন প্রস্তুতকারী সংস্থার তরফেও কোনও বক্তব্য মেলেনি।

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Realme, Smartphones