Flipkart Bonanza সেলের আজ, ২৬ জানুয়ারি, দ্বিতীয় দিন। এই সেলে স্যামসাং (Samsung), রিয়েলমি (Realme)-র মতো জনপ্রিয় ব্র্যান্ডের স্মার্টফোন পাওয়া যাচ্ছে অনেক সস্তায়। এই সেলে কিছু বেস্ট ডিলের মধ্যে রয়েছে রিয়েলমির বাজেট স্মার্টফোন Realme C12। এই ফোনটি বিশেষ আকর্ষণ এর 6000mAh-এর শক্তিশালী ব্যাটারি আর ট্রিপল রিয়ার ক্যামেরা। ফ্লিপকার্ট ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, এই ফোনটিকে ১.৫ লক্ষের বেশি গ্রাহক ৪.৪ রেটিং দিয়েছে, মানে এই ফোনটি বেশ জনপ্রিয়। এই সেলে ফোনটিতে বেশ কিছু অফার রয়েছে। সেলে ৩ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজের দাম ৮,৪৯৯ টাকা। ২৯ জানুয়ারি পর্যন্ত চলবে এই সেল।
Realme C12-এর ফিচার্স: Realme C12-এ ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে। প্রোটেকশনের জন্য রয়েছে কর্নিং গরিলা গ্লাস। ফোনের ভিতরে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর। ফোনে অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের উপরে চলবে রিয়েলমি ইউআই স্কিন। পাওয়ারের জন্য ফোনে রয়েছে 6000mAh ব্যাটারি সঙ্গে ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। কোম্পানি দাবি করেছে যে এই ফোনের ব্যাটারি ৫৭ দিনের স্ট্যান্ড বাই টাইমের সঙ্গে আসে। এই ফোনে রিভার্স চার্জিং সাপোর্ট করবে। কানেক্টিভিটির জন্য ফোনে রয়েছে ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস, মাইক্রো-ইউএসবি পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাক। ফোনের পিছনে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
Realme C12-এর স্টোরেজ: রিয়েলমি সি১২ ফোনটি একটি স্টোরেজ ভ্যারিয়েন্টের সঙ্গে লঞ্চ হয়েছে। এই ফোনে ৩ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজে রয়েছে।
Realme C12-এর ক্যামেরা: Realme C12 ফোনে রয়েছে ট্রিপল ক্যামেরা। যার প্রাইমারি ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের। এছাড়াও রয়েছে ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। রিয়ার ক্যামেরার ফিচারের মধ্যে রয়েছে নাইটস্কেপ, ক্রোমা বুস্ট, স্লো-মো ভিডিও রেকর্ডিং এবং ফুল এইচডি ভিডিও রেকর্ডিং।সেলফির জন্য রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা।