হোম /খবর /প্রযুক্তি /
আজ ফের ফ্ল্যাশ সেলে পাওয়া যাচ্ছে Realme 7 Pro, রয়েছে আকর্ষণীয় অফার্স

আজ ফের ফ্ল্যাশ সেলে পাওয়া যাচ্ছে Realme 7 Pro, রয়েছে আকর্ষণীয় অফার্স, কিনে নিন এই সুযোগেই

সেলে Realme 7 ও Realme 7 Pro ফোনে প্রায় ১০০০ টাকার ছাড় পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে ৬ GB + ৬৪ GB স্টোরেজ অপশনে ১৩,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে Realme 7 ফোন। অন্য দিকে, ৮ GB + ১২৮ GB স্টোরেজ অপশনে ফোনটির দাম শুরু হবে ১৫,৯৯৯ টাকা থেকে। এগুলির পাশাপাশি, RealPublic সেলে ১৮,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে প্রো মডেল। আর ২০,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে প্রো মডেলের টপ ভ্যারিয়েন্ট। একই সঙ্গে ফোন কেনার সময় HDFC ব্যাঙ্ক ক্রেডিট ও ডেবিট কার্ডে অতিরিক্ত ১০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।

সেলে Realme 7 ও Realme 7 Pro ফোনে প্রায় ১০০০ টাকার ছাড় পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে ৬ GB + ৬৪ GB স্টোরেজ অপশনে ১৩,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে Realme 7 ফোন। অন্য দিকে, ৮ GB + ১২৮ GB স্টোরেজ অপশনে ফোনটির দাম শুরু হবে ১৫,৯৯৯ টাকা থেকে। এগুলির পাশাপাশি, RealPublic সেলে ১৮,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে প্রো মডেল। আর ২০,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে প্রো মডেলের টপ ভ্যারিয়েন্ট। একই সঙ্গে ফোন কেনার সময় HDFC ব্যাঙ্ক ক্রেডিট ও ডেবিট কার্ডে অতিরিক্ত ১০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।

জেনে নিন Realme 7 Pro-এর স্পেসিফিকেশন ও দাম

  • Last Updated :
  • Share this:

Realme 7 Pro Sale: আজ, ৫ অক্টোবর ফ্ল্যাশ সেলে পাওয়া যাচ্ছে রিয়েলমির সদ্য লঞ্চ হওয়া ফোন Realme 7 Pro। আজ দুপুর ১২টা থেকে Flipkart ও Realme.com এ পাওয়া যাচ্ছে রিয়েলমি ৭ প্রো ফোনটি। এই ফোনটির বিশেষ আকর্ষণ - এর ৬৪ মেগাপিক্সেল-সহ কোয়াড ক্যামেরা সেট আপ আর ৬৫ ওয়াট সুপার ডার্ট চার্জিং টেকনোলজি। এই ফোনের দাম শুরু হয়েছে ১৯,৯৯৯ টাকা থেকে। জেনে নিন Realme 7 Pro-এর স্পেসিফিকেশন...

Realme 7 Pro-এর স্পেসিফিকেশন: Realme 7 Pro-তে রয়েছে ৬.৪ ইঞ্চির AMOLED ফুল এইচডি প্লাস ডিসপ্লে যার রেজোলিউশন ১০৮০ x ২৪০০ পিক্সেল এবং রিফ্রেশ রেট ৯০ হার্টজ। আর স্ক্রিন টু বডি রেশিও ৯০.৮ শতাংশ। ফোনের ভিতরে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর। সঙ্গে ৮ জিবি পর্যন্ত র‌্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ২৫৬ জিবি বাড়ানো যাবে।

Realme 7 Pro-এর ক্যামেরা: ছবি তোলার জন্য ফোনে রয়েছে, কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। তাতে রয়েছে ৪ মেগাপিক্সেল সনি আইএমএক্স৬৮২ সেন্সর। ১১৯ ডিগ্রী ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর, ২ মেগাপিক্সেল সাদা এবং কালো পোর্ট্রেট ক্যামেরা, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফির জন্য রয়েছে এফ/২.৫ অ্যাপারচার-সহ ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা।

সিকিউরিটির জন্য Realme 7 Pro-তে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। পাওয়ারের জন্য ফোনটিতে রয়েছে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি। এতে ৬৫ ওয়াট সুপার ডার্ট চার্জিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে। কোম্পানি দাবি করেছে যে ১৫ মিনিটে ফোনকে ০-৫৮ শতাংশ চার্জ হবে। চার্জিংয়ের জন্য এতে ইউএসবি টাইপ সি পোর্ট উপলব্ধ। এতে ডলবি অ্যাটমস সাউন্ড সাপোর্ট করবে।

Realme 7 Pro-এর দাম: Realme 7 Pro ফোনের ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম ১৯,৯৯৯ টাকা আর ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২১,৯৯৯ টাকা। দুটি সঙ্গে পাওয়া যাচ্ছে ফোনটি- মিরর সিলভার ও মিরর ব্লু।

Realme 7 Pro-এর অফার: ফ্লিপকার্টে দেওয়া তথ্য অনুযায়ী, Flipkart Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে ফোনটি কিনলে গ্রাহকরা পেয়ে যাবেন ৫% আনলিমিটেড ক্যাশব্যাক অফার। আর যদি গ্রাহকরা Axis Bank Buzz ক্রেডিট কার্ড ব্যবহার করে ফোনটি কেনেন তাহলে পেয়ে যাবেন ৫% ছাড়। এছাড়াো স্পেশাল অফারের আওতায় এই ফোনটির উপরে রয়েছে ১০০০ টাকার ছাড়। Realme 7 Pro এর নো কস্ট ইএমআই অপশন শুরু হচ্ছে ২,২২৩ টাকা থেকে।

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Flipkart, Realme