#নয়াদিল্লি: বেশিরভাগ সময়ই দূরপাল্লার ট্রেনের টিকিট কাটতে হয়রানির মুখে পড়তে হয় সাধারণ মানুষকে ৷ কখনও ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে হয় তো কখনও এজেন্টেরদের মোটা টাকা কমিশন দিতে হয় ৷ এবার যাত্রীদের হয়রানি দূর করতে নতন পদক্ষেপ নিল রেল ৷ লঞ্চ করল নতুন টিকিট বুকিংয়ের অ্যাপ ৷ মঙ্গলবার রেলমন্ত্রী সুরেশ প্রভু যাত্রীদের জন্য লঞ্চ করেছেন নতুন মোবাইল অ্যাপ ‘আইআরসিটটিসি রেল কানেক্ট’ এই অ্যাপটির মূল উদ্দেশ্য হচ্ছে ডিজিটাল লেনদেনের উপর জোর দেওয়া ও সহজে রেল টিকিট কাটতে পারার সুবিধা যাত্রীদের কাছে পৌঁছে দেওয়া ৷ এর সাহায্যে খুব সহজে ও তাড়াতাড়ি টিকিট কাটতে পারবেন যাত্রীরা ৷ লঞ্চ করা সময় সুরেশ প্রভু জানিয়েছেন, ‘আপাতত ই-টিকিটের মাধ্যমো রোজ ১০ লক্ষের বেশি টিকিট বুক হয়ে থাকে ৷ যা মূল বুকিংয়ের ৫৮ শতাংশ ৷ এই প্রবণতাকে মানুষের মধ্যে যাতে আরও বৃদ্ধি পায় তাই নতুন একটি অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷’ তিনি আরও জানান, নতুন এই অ্যাপের মাধ্যমে তৎকাল টিকিট, মহিলা কোটা, প্রিমিয়াম তৎকাল কোটা বুকিং ও কারেন্ট রিজার্ভেশন করার সুবিধা পাওয়া যাবে ৷ নতুন অ্যাপ আগের অ্যাপ থেকে অনেক বেশি সুরক্ষিত ৷ এবং পিন নম্বরের মাধ্যমে লগ ইন করার সুবিধা মিলবে ৷ অথার্ৎ বারবার Username ও Password দেওয়ার দরকার পড়বে না ৷ এটি IRCTC-র ই-ওয়ালেটের সঙ্গে কাজ করবে যাতে তাড়াতাড়ি পেমেন্ট করা সম্ভব হবে ৷ প্রভু আরও জানিয়েছেন, নতুন অ্যাপে ৪০টির বেশি ব্যাঙ্কের নেট ব্যাঙ্কিং, ডেবিট-ক্রেডিট কার্ড, পেটিএম, পেইউ, মোবিক্যুইকের মাধ্যমে পেমেন্ট করার সুবিধা থাকবে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, ETV News Bangla, Faster Ticket Bookings, IRCTC Rail Connect, New App For Faster Ticket Bookings, Online rail tickets, Railways Launches New App, Railways Launches New App For Faster Ticket Bookings