হোম /খবর /প্রযুক্তি /
বছরের শুরুতেই সুখবর! Poco M2 ফোনে পৌঁছল MIUI 12 আপডেট

বছরের শুরুতেই সুখবর! Poco M2 ফোনে পৌঁছল MIUI 12 আপডেট

Poco M2 গ্রাহকদের জন্য MIUI 12 V1 2.0.1.0 আপডেট রোলআউট করতে শুরু করেছে কোম্পানি

  • Last Updated :
  • Share this:

POCO M2: গত বছর অগস্টে মাসে Xiaomi ভারতে লঞ্চ করে ছিল তাদের অ্যান্ড্রয়েড ১০ বেসড কাস্টম ওএস MIUI 12। এমআইইউআই ১১ এর আপগ্রেড ভার্সন, এমআইইউআই ১২ কাস্টম স্কিনে নতুন অ্যানিমেশন, নতুন থিম, ডার্ক মোড ২.০, নতুন ক্যামেরা অ্যাপ, বিল্ট-ইন অ্যাপ ড্রয়ার সহ নতুন ইউজার ইন্টারফেস উপলব্ধ। এবার Poco ফোন গ্রাহকদের জন্য সুখবর নিয়ে এল শাওমি। ট্যুইট করে কোম্পানি জানিয়েছে যে এবার Poco M2 গ্রাহকদের জন্য MIUI 12 V1 2.0.1.0 আপডেট রোলআউট করতে শুরু করে দিয়েছে।

ভারতের বাজারে ৬ জিবি র‌্যামের সবচেয়ে সস্তার ফোন POCO M2, এর দাম শুরু হয়েছে ৯,৯৯৯ টাকা থেকে। এই দামে গ্রাহকরা পেয়ে যাবেন ফোনটির ৬ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভেরিয়েন্টটি। আর ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম ১০,৯৯৯ টাকা। তিনটি রঙে পাওয়া যাচ্ছে ফোনটি - পিচ ব্ল্যাক, স্লেট ব্লু ও ব্রিক রেড কালারে পাওয়া যাবে।

স্পেসিফিকেশন - POCO M2 স্মার্টফোনে রয়েছে ৬.৩৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে। স্ক্রিন প্রোটেকশনের জন্য রয়েছে র্নিং গরিলা গ্লাস ৩। ফোনের ভিতরে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৮০ অক্টা কোর প্রসেসর, ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে।

ক্যামেরা - ছবি তোলার জন্ত POCO M2 ফোনে রয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। এফ/২.২ অ্যাপারচার সহ ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর, ৫ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। সেলফির জন্য ফোনের সামনে ৮ মেগাপিক্সেল ইন স্ক্রিন এআই ক্যামেরা।

ব্যাটারি আর কানেক্টিভিটি - পাওয়ারের জন্য ফোনে রয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি। যা ১৮ ওয়াট কুইক চার্জার ৩.০ সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার আছে। কানেক্টিভিটির জন্য ফোনে রয়েছে ব্লুটুথ ৫.০, ওয়্যারলেস এফএম রেডিও, আইআর ব্লাস্টার, ডুয়েল মাইক্রোফোন, টাইপ সি পোর্ট আর 3.5mm হেডফোন জ্যাক।

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Poco