#নয়াদিল্লি: ট্রেনের পিএনআর স্টেটাস এবং যাবতীয় আপডেট পাওয়া এতদিন ছিল বেশ সময়সাপেক্ষ। এবার তা সহজ করতে নতুন পরিষেবা নিয়ে এল মুম্বই-এর একটি নতুন সংস্থা ‘রেলোফাই’। রেলযাত্ত্রীরা এবার হোয়াটস্যাপেই পেয়ে যাবেন রিয়েল-টাইম পিএনআর স্টেটাস এবং যাত্রা সম্পর্কিত বিশদ তথ্য।
এই সংস্থা তাদের রেলোফাই অ্যাপে নিয়ে এসেছে একটি নতুন ফিচার, যার মাধ্যমে যাত্রীরা পিএনআর স্টেটাস জানাতে পারবেন সহজেই। এছাড়াও খুব সহজেই তাঁরা জানতে পারবেন যাত্রা সম্পর্কিত সমস্ত খুঁটিনাটি। পিএনআর স্টেটাসের পাশাপাশি, রেলোফাই অ্যাপের সাহায্যে যাত্রীরা খুব সহজেই জানতে পারবে লাইভ ট্রেন স্টেটাস, যাত্রা শুরুর আগের স্টেশন এবং পরের স্টেশন সম্পর্কে।
এর আগে, লাইভ ট্রেন স্টেটাস জানতে হলে, যাত্রীদের ফোন করতে হত হেল্পলাইন নম্বর ১৩৯-এ। দেখে নিন কীভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানা যাবে ট্রেন সম্পর্কিত যাবতীয় তথ্য-
*আপনার ফোনে হোয়াটসঅ্যাপ মেসেজিং অ্যাপ অবশ্যই আপডেটেড থাকতে হবে।এই অ্যাপ আপনার ফোনে আপডেটেড না থাকলে, অ্যানড্রয়েড ইউজারেরা প্লে স্টোর এবং আইওএস ইউজারেরা অ্যাপ স্টোর থেকে আপডেট করে নিন চটজলদি।
*এছাড়াও রেলোফাই-এর এনকোয়ারি নম্বর ‘৯১-৯৮৮১১৯৩৩২২’ নিজের মোবাইলে সেভ করে রাখা জরুরি।
*এনকোয়ারি নম্বর আপনার কনট্যাক্ট লিস্টে থাকলেই হোয়াটসঅ্যাপে গিয়ে সেই নম্বরে পাঠাতে পারবেন আপনার ১০-ডিজিটের পিএনআর নম্বরটি।
*পিএনআর নম্বর মেসেজ করলেই আপনি পেয়ে যাবেন পিএনআর স্ট্যাটাস সমেত আপনার যাত্রার সমস্ত বিশদ তথ্য।
Written by: Antara Dey
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Indian Railways, PNR, Whatsapp