#কলকাতা: ঝাঁ-চকচকে ও উন্নতমানের বৈদ্যুতিন ভোগ্যপণ্যের চাহিদা বাড়ছে দেশে। আর এই চাহিদাকে হাতিয়ার করেই বাজার দখলের কৌশল বিভিন্ন সংস্থার। হোম অ্যাপ্লায়েন্সের বাজারে উপস্থিতি জোরদার করতে ঝাঁপাচ্ছে স্যামসাং। উৎসবের মরশুমের দিকে তাকিয়ে ওয়াশিং মেশিনের নতুন পণ্যসম্ভার বাজারে আনল দক্ষিণ কোরিয়ার সংস্থাটি।
ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখেই তৈরি স্যামসাংয়ের অ্যাকটিভ ওয়াশ সিরিজের ওয়াশিং মেশিন। টপ লোডিং ওয়াশিং মেশিনের ১০টি মডেল বাজারে এনেছে স্যামসং। ক্রেতাদের চাহিদা বুঝতে দেশে এক লক্ষ পরিবারে সমীক্ষা চালায় স্যামসাং। খতিয়ে দেখা হয় ক্রেতাদের ব্যবহারিক দিক। সেই সমীক্ষা থেকেই স্পষ্ট হয়, জামাকাপড় নোংরা হলে তা মেশিনে সম্পুর্ণ পরিস্কার হওয়া সম্ভব নয় বলেই মনে করেন ক্রেতারা।
অ্যাকটিভ ওয়াশ সিরিজের মেশিন সেই খামতি মেটাবে বলেই দাবি স্যামসাংয়ের। নতুন ওয়াশিং মেশিনে রয়েছে ইউনিক মেশিন ডিসপেনসার, যা কলারে জমা ময়লাও সাফ করতে সক্ষম বলে সংস্থার দাবি। স্যামসাং ইন্ডিয়ার ডেপুটি জেনারেল ম্যানেজার (কনজিউমার ইলেকট্রনিক্স) মনীশ শর্মার দাবি, অ্যাকটিভ ওয়াশ সিরিজের ওয়াশিং মেশিন নতুন এক অভিজ্ঞতা দেবে ভারতীয় ক্রেতাদের। নতুন মেশিনের লুক অ্যান্ড ফিলও নজর কাড়ার মতো বলেও দাবি তাঁর। নতুন সিরিজের মেশিনগুলির দাম শুরু ২৪,৯৯০ টাকা থেকে। থাকছে ক্যাশব্যাক ও ইএমআইয়ের সুবিধা।
এই মুহূর্তে দেশের বাজারে বছরে ৬৫ লক্ষ ওয়াশিং মেশিন বিক্রি হয়। এর মধ্যে প্রথম তিনটি সংস্থার মধ্যেই রয়েছে স্যামসং। মেক ইন ইন্ডিয়ার প্রকল্পের অধীনে সংস্থার চেন্নাই প্ল্যান্টে তৈরি হবে অ্যাকটিভ ওয়াশ সিরিজের মেশিন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Maneesh Sharma, SamSung, Samsung India