Home /News /technology /
ফোনের পর এবার বাজারে আসছে জিও-র ল্যাপটপ

ফোনের পর এবার বাজারে আসছে জিও-র ল্যাপটপ

Representational Image

Representational Image

ফোনের পর এবার ল্যাপটপের পালা ৷ স্মার্টফোন ও ৪জি ফিচার ফোনের পর এবার সিম কার্ড-সহ ল্যাপটপ বাজারে আনতে চলেছে রিল্যায়েন্স জিও ৷

 • Share this:

  #নয়াদিল্লি: ফোনের পর এবার ল্যাপটপের পালা ৷ স্মার্টফোন ও ৪জি ফিচার ফোনের পর এবার সিম কার্ড-সহ ল্যাপটপ বাজারে আনতে চলেছে রিল্যায়েন্স জিও ৷ টেলিকম দুনিয়ার পর এবার ল্যাপটপ মার্কেট দখল করায় মুকেশ আম্বানির সংস্থার মূল উদ্দেশ্য ৷

  সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মার্কিন চিপ প্রস্তুতকারক সংস্থা কোয়ালকম-এর সঙ্গে এই বিষয়ে আলোচনা চলছে জিও-র ৷ Windows 10 অপারেটিং সিস্টেম-সহ ল্যাপটপ বাজারে আনতে চলেছে জিও ৷ এছাড়া নতুন ৪জি ফোন প্রস্তুত করার বিষয়েও চলছে কথোপকথন ৷

  কোয়ালকম সংস্থার তরফে সিনিয়র অধিকর্তা মিগুয়েল নুনেস জানিয়েছেন, ‘ জিও-সঙ্গে এই বিষয়ে আলোচনা চলছে ৷ আমাদের ডিভাইস নিয়ে তাতে ডেটা ও কনটেন্ট যোগ করে বাজারে আনা হবে ল্যাপটপটি ৷’

  First published:

  Tags: Laptops with a SIM card, Mukesh Ambani, Reliance Jio

  পরবর্তী খবর