How to Schedule Reels and Instagram Live: গত কয়েক বছরে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে Instagram। বিশেষত ভিডিও এবং ফোটো কনটেন্ট তৈরি করার জন্য এ একেবারে আদর্শ। কোভিড অতিমারী শুরুর সময় থেকেই ক্রমশ নিজেকে বদলেছে ইনস্টাগ্রাম। আসলে সে সময়ই ভারতে TikTok-এর উপর নিষেধাজ্ঞা জারি হয়। তার পরেই Instagram এ দেশে 'reels' চালু করেছিল। সমাজ মাধ্যমে ছোট ছোট ভিডিও শেয়ার করার এই বিশেষ ফিচার দারুন জনপ্রিয় হয়। ইনস্টাগ্রামও ক্রমশ তাদের এই জনপ্রিয় ফিচারটি আপডেট করে চলেছে। যেমন এখন reel ভিডিও শিডিউল করার বিশেষ সুবিধাও পাওয়া যায়। শুধু তাই নয়, ব্যবহারকারীরা 'লাইভ সেশন'ও শিডিউল (schedule) করতে পারেন। অর্থাৎ, কখন ওই ভিডিও পাবলিক হবে তা আগে থেকে নির্দিষ্ট করে রাখতে পারেন ব্যবহারকারী। কিন্তু বেশিরভাগ ব্যবহারকারীই এই বৈশিষ্ট্য সম্পর্কে সচেতন নন। অথচ, এই বিশেষ ব্যবস্থা জনপ্রিয় তারকা এবং বিখ্যাত মানুষের জন্য খুবই ভাল।
যখন কেউ কোনও কাজে ব্যস্ত থাকেন, বা কোথাও ঘুরতে গেছেন, তখন তো সমাজ মাধ্যমে সক্রিয় থাকা সম্ভব হয় না। ফলে এমন সময়ের জন্যই আদর্শ হচ্ছে এই ফিচার। এতে ব্যবহারকারী যে কোনও বিষয় upload করার সময় schedule করতে পারবেন। প্রয়োজন শুধু একটি Android বা iOS মোবাইলে ইনস্টল করা Instagram অ্যাপ।
আরও পড়ুন - বিদ্যুতের বিশাল বিলে নাজেহাল? এই Tips মেনে চলুন, AC চললেও অর্ধেকেরও কম টাকা দিতে হবে
১. Instagram- অ্যাপ খুলে Reels সেকশনে যান।
২. নিজের রিল ভিডিও, হয় তখনই বানান, অথবা বানিয়ে রাখা ভিডিও আপলোড করুন।
৩. পুরো ভিডিওটি effects দিয়ে, cover photo, caption, hashtags ইত্যাদি দিয়ে তৈরি করে ফেলুন।
৪. এর পরে আপনি Schedule অপশন দেখতে পাবেন, Tap করে নিজের পছন্দ মতো সময় set করে দিন।
এতে আপনার Reel ভিডিও নির্দিষ্ট সময় মতো আপলোড হয়ে যাবে।
একই ভাবে Instagram Live-ও Schedule করা যায়।
১. নিজের স্মার্টফোনে Instagram অ্যাপ খুলুন।
আরও পড়ুন - Top Smartphones Under Rs 30,000: ৩০ হাজারের নীচে চোখ ধাঁধানো মোবাইল, দেখে নিন তালিকা
২. একেবারে উপরে ডানদিকের কোণায় + (plus) আইকন ক্লিক করুন।
৩. ‘Live’ অপশন বেছে নিন।
৪. বাঁ দিকে schedule অপশন দেখতে পাবেন।
৫. যে সময় আপনি Live করতে চান সেই নির্দিষ্ট সময়টি Set করে ফেলুন।
ব্যস, তা হলেই কেল্লাফতে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।