Google Message: গুগলের মেসেজ হল একটি ডিফল্ট মেসেজিং অ্যাপ। অ্যান্ড্রয়েড স্মার্টফোনে এটি আগে থেকেই লোড (Pre-loaded) করা থাকে। বিগত কয়েক বছর ধরে Google সামনে এনেছে রিচ কমিউনিকেশন সার্ভিসেস (Rich Communication Services বা RCS) মেসেজিং পরিষেবা। এটি অনেকটা অ্যাপেলের iMessage ফিচারের মতো। কিন্তু, ভারতে গুগলের মেসেজ অ্যাপ নিয়ে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে। অভিযোগ, এর মাধ্যমে বিভিন্ন ধরনের স্প্যাম মেসেজ পাঠানো হচ্ছে গুগলের মেসেজ অ্যাপে। এর মধ্যে বেশিরভাগ হল লোন (Loan) সংক্রান্ত। বিভিন্ন ধরনের নাম করা ব্যাঙ্ক এবং অর্থ প্রতিষ্ঠানের নাম করে এই ধরনের স্প্যাম মেসেজ পাঠানো হচ্ছে। যেখানে বলা হচ্ছে লোন অ্যাপ্রুভ হয়ে গিয়েছে (Pre-approved)। RCS ইউজারদের মেসেজের রিচ ফর্ম সেন্ড করতে সাহায্য করে। এর মধ্যে যুক্ত রয়েছে ইমোজি, ছবি এবং অন্যান্য মাল্টিমিডিয়া আইটেম।
Google-এর দাবি, এই ধরনের অ্যাড গুগলের মেসেজ অ্যাপের প্ল্যানের মধ্যে কখনও ছিল না। এর ফলে ইউজারদের বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। যদিও এই ধরনের অ্যাড এমনিতে কোনও ধরনের ক্ষতি করতে পারবে না ইউজারদের। কিন্তু কোনও ইউজার যদি মেসজের মাধ্যমে পাঠানো লিঙ্কে ক্লিক করে দেন, তাহলে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়াও আরও একটি সমস্যা হল এই ধরনের বিজ্ঞাপন সেই সমস্ত ফোনেও চলে আসছে, যেখানে কোনও সিম নেই এবং ফোনের ডিভাইস চালুও করা হয়নি।
আরও পড়ুন - iPhone-এর ব্যাটারি নিঃশেষিত হচ্ছে দ্রুত? আপনার হাতেই রয়েছে সহজ উপায়
এ ধরনের অ্যাড থেকে বাঁচার কয়েকটি উপায় রয়েছে। এক নজরে দেখে নিন সেই উপায় -
এই ধরনের বিজ্ঞাপন আসা বন্ধ করতে নির্দিষ্ট কয়েকটি উপায় রয়েছে। যে কেউ খুব সহজেই সেটি করতে পারেন। এক নজরে দেখে নেওয়া যাক সেই উপায়।
স্টেপ ১ - প্রথমেই খুলতে হবে Google মেসেজ অ্যাপ।
স্টেপ ২ - এরপর উপরের দিকে ডানদিকে থাকা অ্যাকাউন্ট বাবলে ক্লিক করতে হবে।
আরও পড়ুন - WhatsApp Pay-তে এবার থেকে নতুন নিয়ম চালু! আর টাকা জালিয়াতির ভয় থাকবে না!
স্টেপ ৩ - এরপর ক্লিক করতে হবে মেসেজ সেটিং অপশনে।
স্টেপ ৪ - এরপর যেতে হবে গো টু চ্যাট ফিচার অপশনে।
স্টেপ ৫ - এরপর ডিসাবেল করতে চ্যাট ফিচার অপশন। এরপর স্টপ রিসিভিং অ্যাড করতে হবে ভায়া ওয়াই-ফাই অথবা মোবাইল ডেটা।
আশা করা যাচ্ছে যে, ভারতে হওয়া Google মেসেজ অ্যাপের সমস্যার খুব তাড়াতাড়ি সমাধান খুঁজে বের করবে Google।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Google