Facebook-এ নতুন ফিচার্স, কীভাবে ব্যবহার করবেন জেনে নিন

Last Updated:

Facebook ব্যবহারকারীরা তাঁদের তথ্য Google Calendar-এ এবং ফটোবাকেটে (Photobucket) স্টোর করে রাখতে পারে।   

তথ্য আদান প্রদানের ক্ষেত্রে Google-কে সঙ্গী করে অতীতেও গ্রাহক সুবিধার্থে অনেক পদক্ষেপ নিয়েছে Facebook। এই বছরের শুরুতে ট্রান্সফার ইয়োর ইনফরমেশন (Transfer Your Information) শুরু করেছিল তারা। যার মাধ্যমে Facebook-এর বিভিন্ন তথ্য ব্যবহারকারীরা নিজেদের ইচ্ছামতো বিভিন্ন অ্যাপে ব্যবহার করতে পারতো। Facebook জানিয়েছিল ব্যবহারকারীরা তাদের যাবতীয় পোস্ট এবং নোটস, গুগল ডক্স (Google Docs ), ব্লগার (Blogger), ব্যাকব্লেজ (Backblaze), ড্রপবক্স (Dropbox), গুগল ফটোজ (Google Photos), কুফ্র (Koofr) এবং ওয়ার্ডপ্রেস (WordPress)-এ স্থানান্তরিত করতে পারবে। এরপর আজ ফের Facebook-এর তরফে আরও একটি বড় ঘোষণা করা হল। যেখানে জানানো হয়েছে, Facebook ব্যবহারকারীরা তাঁদের তথ্য Google Calendar-এ এবং ফটোবাকেটে (Photobucket) স্টোর করে রাখতে পারে।
সংস্থার তরফে বলা হয়েছে, “এই নতুন ফিচারগুলি এনে আমরা খুবই আনন্দিত। ওই নতুন আপডেটের সঙ্গে ব্যবহারকারীরা তাদের নিজেদের প্রোফাইল আরও নিয়ন্ত্রণে রাখতে পারবে।” পাশাপাশি Facebook ইভেন্টস চালু করা হচ্ছে।
Facebook-এর এই নতুন ফিচার্সগুলি কীভাবে ব্যবহার করতে হবে?
advertisement
স্টেপ ১- Facebook অ্যাপ চালু করতে হবে।
স্টেপ ২- অ্যাপের সেটিংস অপশনে যেতে হবে।
advertisement
স্টেপ ৩- অ্যাপ ব্যবহারকারীর যাবতীয় তথ্য দেখা যাবে নিচে। সেখানে স্ক্রল ডাউন করে যেতে হবে।
স্টেপ ৪- ট্রান্সফার অ্যা কপি অফ ইয়োর ইনফরমেশন (Transfer a copy of your information) অপশনে ক্লিক করতে হবে
স্টেপ ৫- নেক্সট (Next) অপশনে ক্লিক করতে হবে
স্টেপ-৬- কোথায় তথ্য ট্রান্সফার করা হবে তার ডেস্টিনেশন সিলেক্ট করতে হবে। যেমন- Google Calendar
advertisement
স্টেপ ৭- কী কী ট্রান্সফার করা হবে তার অপশনে ক্লিক করতে হবে
স্টেপ ৮- কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত সিলেক্ট করতে হবে
স্টেপ ৯- নেক্সট অপশনে ক্লিক করতে হবে এবং তারপর কানেক্ট অপশনে ক্লিক করতে হবে।
স্টেপ ১০- Google অ্যাকাউন্টে লগ ইন করতে হবে
স্টেপ ১১- তারপর কনফার্ম করলেই সব তথ্য Google স্টোর হবে।
advertisement
এই সুবিধা পেতে কোনও সমস্যা হলে Facebook অ্যাপটি আপডেট করা যেতে পারে। এতে সমস্যা সমাধান হওয়ার সম্ভাবনা থাকে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Facebook-এ নতুন ফিচার্স, কীভাবে ব্যবহার করবেন জেনে নিন
Next Article
advertisement
Vikram Bhatt Arrest: ৩০ কোটি টাকা প্রতারণার অভিযোগ, শ্যালিকার বাড়ি থেকে গ্রেফতার পরিচালক বিক্রম ভাট!
৩০ কোটি টাকা প্রতারণার অভিযোগ, শ্যালিকার বাড়ি থেকে গ্রেফতার পরিচালক বিক্রম ভাট!
  • প্রতারণা মামলায় গ্রেফতার পরিচালক বিক্রম ভাট৷

  • ৩০ কোটি টাকা প্রতারণার অভিযোগ৷

  • শ্যালিকার বাড়ি থেকে গ্রেফতার পরিচালক৷

VIEW MORE
advertisement
advertisement