#কলকাতা: রাত পোহালেই দীপাবলি (Diwali 2021)। সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। প্রস্তুতিও প্রায় শেষ মুহূর্তে। কোভিড নিয়মাবলি মেনেই আনন্দে মাতছে দেশবাসী। এখনও অনেক এলাকা আছে যেখানে করোনা সংক্রমণ অনেকটাই, ফলে বাড়ি বসেই দীপাবলি উদযাপন করতে হচ্ছে। কোভিডের জন্য আজ প্রায় সব কিছুই ভার্চুয়ালি হচ্ছে। তাই প্রিয়জনকে পাশে না পেলেও ভার্চুয়ালিই শুভেচ্ছা জানানোর ব্যবস্থা করেছে অনেক সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্ম। বাদ যায়নি Instagram-ও।
ব্যবহারকারীদের জন্য দীপাবলিতে Instagram এনেছে দুর্দান্ত স্টিকার। যা দিয়ে পরিবারের লোকজন থেকে শুরু করে অফিসের সহকর্মী বা বন্ধুদেরও শুভেচ্ছা (Diwali 2021 Wishes) জানানো যাবে নিজের স্টোরির মাধ্যমে। শুধু এই নয় স্টিকার আনার পাশাপাশি তারা একটি ক্যাম্পেইন শুরু করেছে। যার নাম দেওয়া হয়েছে #ShareYourLight। এই হ্যাশট্যাগেই বিশ্বব্যাপী দীপাবলি ভার্চুয়ালি পালনের ক্যাম্পেইন করছে তারা।
আরও পড়ুন - দিওয়ালির জন্য WhatsApp নিয়ে এল নতুন স্টিকার; কীভাবে ডাউনলোড করতে হবে জেনে নিন
Instagram-এ যে স্টিকারগুলি (Diwali sticker) তৈরি হয়েছে এই বিশেষ উৎসবের জন্য, সেগুলি তৈরি করেছেন, বেঙ্গালুরুর শিল্পী ইলাস্ট্রেটর, মুরালিস্ট এবং প্যাটার্ন ডিজাইনার নীতি (@kneethee) ।
অন্ধকার সরিয়ে আলোর বিস্তার এবং আলোর উৎসবের (Diwali 2021) সূচনার বিষয়টি মাথায় রেখে এই স্টিকারগুলি (Diwali sticker) বানানো হয়েছে। এই স্টিকারগুলি পাওয়া যাচ্ছে Instagram-এ। কোনও স্টোরি শেয়ার করতে গেলে উপরে এই বিশেষ স্টিকারগুলি পাওয়া যাবে। যা ফলোয়াররা দীপাবলি স্পেশাল মাল্টি অথর স্টোরি হিসেবে দেখতে পাবে। গতরাত থেকে এই সমস্ত স্টিকার পাওয়া যাচ্ছে Instagram-এ।
কী ভাবে ব্যবহার করতে হবে এই স্টিকারগুলি (Diwali sticker) ?
- প্রথমে Instagram খুলতে হবে
- এর পর ইন্টাগ্রাম স্টোরিতে যেতে হবে এবং পছন্দ মতো ছবি তুলে তা স্টোরিতে দিতে হবে
- স্টিকার টুল সিলেক্ট করতে হবে
- স্টিকার টুল খুললেই উপরে নেভিগেশন বারে ফিচার সেকশন আসবে
- এই ফিচার সেকশনে তিনটি দিওয়ালি থিম স্টিকার পাওয়া যাবে
- স্টোরির যে কোনও জায়গায় এই স্টিকারগুলি বসিয়ে প্রয়োজনীয় এডিট করে পোস্ট করা যেতে পারে
আরও পড়ুন - দিওয়ালির কেনাকাটা করছেন অনলাইন? এই ১০টি নিয়ম না মানলে চোট যেতে পারে টাকা
Instagram সম্প্রতি লিঙ্ক স্টিকারও শুরু করেছে। নতুন ফিচারটির মাধ্যমে স্টোরি হাইপার লিঙ্ক করা যাবে স্টিকারের আকারে। খুব সম্প্রতি এই বিষয়টি সামনে এলেও এর কাজ চলছিল বহু দিন ধরে। টেস্টিং চলছিল চলতি বছর জুন মাস থেকে। এটা শুধুমাত্র ভেরিফায়েড পেজের জন্য সীমাবদ্ধ ছিল, যাদের প্রচুর পরিমাণ ফলোয়ার আছে। এই ফিচারটি ব্যবহারের জন্য স্টোরিতে দেওয়া ছবি বা ভিডিওর উপরে নেভিগেশন বারে যেতে হবে, সেখানে লিঙ্ক স্টিকার আসবে এবং কোন URL এই স্টিকারের সঙ্গে হাইপার লিঙ্ক করাতে চান, সেই অপশন আসবে। যা সম্পূর্ণ করলেই স্টিকার লিঙ্ক হয়ে যাবে।
স্টিকারগুলি শুধুমাত্র স্টোরির জন্য তৈরি করা হয়েছে। মূল ফিডে এগুলি দেওয়া যাবে না।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Diwali 2021, Instagram