Dhoom-এর পর বাজার কাঁপিয়েছিল যে সুপারবাইক, সেই Hayabusa এই মাসেই ভারতে

Last Updated:

লম্বা চুলের জন আব্রাহামকে সেই সুপারবাইকে মানিয়েছিল বেশ!

Dhoom-এর পর বাজার কাঁপিয়েছিল এই সুপারবাইক। বড় চুলের জন আব্রাহামকে দারুন মানিয়েছিল সেই সুপারবাইকে। কিন্তু তার পরই Hayabusa উত্পাদন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল সুজুকি।
কিছুদিন আগেই জানা গিয়েছিল, ফের বাজারে বুসাকে নামানোর সিদ্ধান্ত নিয়েছে সুজুকি। তাদের অন্যতম জনপ্রিয় মডেল হায়াবুসা। তাই এমন সিদ্ধান্ত নিয়েছে জাপানি বাইক প্রস্তুতকারক সংস্থা। কিছুদিন আগেই জানা গিয়েছিল, ফের বাজারে বুসাকে নামানোর সিদ্ধান্ত নিয়েছে সুজুকি। তাদের অন্যতম জনপ্রিয় মডেল হায়াবুসা। তাই এমন সিদ্ধান্ত নিয়েছে জাপানি বাইক প্রস্তুতকারক সংস্থা।
advertisement
BS6 Hayabusa-য় বেশ কিছু পরিবর্তম করা হয়েছে। বাইকের লুকস ও ফিচার্স-এ বদল হয়েছে। তবে বুসা চালানোর সেই ফিল একই থাকবে বলে জানিয়েছে সুজুকি। BS6 Hayabusa-য় বেশ কিছু পরিবর্তম করা হয়েছে। বাইকের লুকস ও ফিচার্স-এ বদল হয়েছে। তবে বুসা চালানোর সেই ফিল একই থাকবে বলে জানিয়েছে সুজুকি।
advertisement
advertisement
 চলতি মাসেই ভারতের বাজারে চলে আসছে হায়াবুসা। তবে সুজুকির তরফে এখনও সম্ভাব্য তারিখ জানানো হয়নি। যদিও ভারতে আবার বুসার দেখা পাওয়া যাবে, এই খবরেই মজেছেন বাইকপ্রেমীরা। থার্ড জেনারেশন বুসা এবার এল বলে!
চলতি মাসেই ভারতের বাজারে চলে আসছে হায়াবুসা। তবে সুজুকির তরফে এখনও সম্ভাব্য তারিখ জানানো হয়নি। যদিও ভারতে আবার বুসার দেখা পাওয়া যাবে, এই খবরেই মজেছেন বাইকপ্রেমীরা। থার্ড জেনারেশন বুসা এবার এল বলে!
advertisement
১৩০৪ সিসির লিকুইড কুলড ইঞ্জিন। ১৮৭ বিএইচপি। ১৫০ এনএম টর্ক। তবে আগের মডেলের থেকে বিএইচপি নতুন বুসায় ১০ কম। সিক্স স্পিড গিয়ার বক্স থাকবে। থাকবে ক্লাচলেস গিয়ারশিফট-এর সুবিধা। সুজুকি জানাচ্ছে, থার্ড জেনারেশন বুসার থ্রটল রেসপন্স আগের থেকে ভাল হবে।  ১৩০৪ সিসির লিকুইড কুলড ইঞ্জিন। ১৮৭ বিএইচপি। ১৫০ এনএম টর্ক। তবে আগের মডেলের থেকে বিএইচপি নতুন বুসায় ১০ কম। সিক্স স্পিড গিয়ার বক্স থাকবে। থাকবে ক্লাচলেস গিয়ারশিফট-এর সুবিধা। সুজুকি জানাচ্ছে, থার্ড জেনারেশন বুসার থ্রটল রেসপন্স আগের থেকে ভাল হবে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Dhoom-এর পর বাজার কাঁপিয়েছিল যে সুপারবাইক, সেই Hayabusa এই মাসেই ভারতে
Next Article
advertisement
Vikram Bhatt Arrest: ৩০ কোটি টাকা প্রতারণার অভিযোগ, শ্যালিকার বাড়ি থেকে গ্রেফতার পরিচালক বিক্রম ভাট!
৩০ কোটি টাকা প্রতারণার অভিযোগ, শ্যালিকার বাড়ি থেকে গ্রেফতার পরিচালক বিক্রম ভাট!
  • প্রতারণা মামলায় গ্রেফতার পরিচালক বিক্রম ভাট৷

  • ৩০ কোটি টাকা প্রতারণার অভিযোগ৷

  • শ্যালিকার বাড়ি থেকে গ্রেফতার পরিচালক৷

VIEW MORE
advertisement
advertisement