#কলকাতা: আগামী মাসেই ভারতের বাজারে আসতে চলেছে Hyundai Elite i20 । তার আগে গাড়িপ্রেমীদের কৌতূহল আরও একধাপ উসকে দিয়ে ভাইরাল হল এই নতুন মডেলের ছবি। সংস্থা সূত্রে আগেই জানা গিয়েছিল, এ বছর মার্চ মাসে জেনেভা মোটর শো-তে গোটা বিশ্বব্যাপি লঞ্চ হবে Hyundai-এর এই নতুন মডেল। তবে করোনা সংক্রমণের জেরে সেই পরিকল্পনা আর সফল হয়নি। এর মাঝেই অনলাইনে লিক এবং ভাইরাল হল Hyundai Elite i20-র বেশ কয়েকটি ছবি। সূত্রে খবর, চেন্নাইয়ের Hyundai ফ্যাক্টরি থেকেই ভাইরাল হয়েছে এই ছবি। যা ইঙ্গিত দিচ্ছে, ইতিমধ্যেই গাড়ি তৈরি জোরকদমে চলছে। সব ঠিক থাকলে পরের মাসের শুরুতে বাজারে মিলবে এই নতুন গাড়ি।
Elite i20-র নতুন জেনারেশনের এই গাড়ির সামনের দিকটায় খানিকটা Verna মডেলের ছোঁয়া রয়েছে। Hyundai i30-র মতোই দেখতে এই Elite i20, i20 পরিবারের লুক বজায় রেখেই থার্ড জেনারেশনের এই গাড়িটি স্পোর্টি ডিজাইনের। হুন্ডাইয়ের এই নতুন মডেলে থাকছে ডুয়ালটোন অ্যালয় হুইল। পাশাপাশি মাল্টিপল ইঞ্জিন অপশনে পাওয়া যাবে Hyundai Elite i20 গাড়িটি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Hyundai Elite i20