হোম /খবর /প্রযুক্তি /
নভেম্বরে বাজারে আসছে Hyundai Elite i20, মুক্তির আগেই লিক নতুন মডেলের ছবি

নভেম্বরে বাজারে আসছে Hyundai Elite i20, মুক্তির আগেই নেটদুনিয়ায় লিক নতুন মডেলের ছবি

আগামী মাসেই ভারতের বাজারে আসতে চলেছে Hyundai Elite i20

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: আগামী মাসেই ভারতের বাজারে আসতে চলেছে Hyundai Elite i20 । তার আগে গাড়িপ্রেমীদের কৌতূহল আরও একধাপ উসকে দিয়ে ভাইরাল হল এই নতুন মডেলের ছবি। সংস্থা সূত্রে আগেই জানা গিয়েছিল, এ বছর মার্চ মাসে জেনেভা মোটর শো-তে গোটা বিশ্বব্যাপি লঞ্চ হবে Hyundai-এর এই নতুন মডেল। তবে করোনা সংক্রমণের জেরে সেই পরিকল্পনা আর সফল হয়নি। এর মাঝেই অনলাইনে লিক এবং ভাইরাল হল Hyundai Elite i20-র বেশ কয়েকটি ছবি। সূত্রে খবর, চেন্নাইয়ের Hyundai ফ্যাক্টরি থেকেই ভাইরাল হয়েছে এই ছবি। যা ইঙ্গিত দিচ্ছে, ইতিমধ্যেই গাড়ি তৈরি জোরকদমে চলছে। সব ঠিক থাকলে পরের মাসের শুরুতে বাজারে মিলবে এই নতুন গাড়ি।

Elite i20-র নতুন জেনারেশনের এই গাড়ির সামনের দিকটায় খানিকটা Verna মডেলের ছোঁয়া রয়েছে। Hyundai i30-র মতোই দেখতে এই Elite i20, i20 পরিবারের লুক বজায় রেখেই থার্ড জেনারেশনের এই গাড়িটি স্পোর্টি ডিজাইনের। হুন্ডাইয়ের এই নতুন মডেলে থাকছে ডুয়ালটোন অ্যালয় হুইল। পাশাপাশি মাল্টিপল ইঞ্জিন অপশনে পাওয়া যাবে Hyundai Elite i20 গাড়িটি।Hyundai Elite i20-র দাম শুরু হবে ৬ লক্ষ টাকা থেকে। মডেল অনুযায়ী সর্বোচ্চ দাম হতে পারে ১০ লক্ষ টাকা পর্যন্ত। অর্থাৎ ৬-১০ লক্ষ টাকার রেঞ্জেই ঘোরাফেরা করবে Hyundai Elite i20 । দক্ষিণ কোরিয়ার অটো জায়ান্টের এই Hyundai Elite i20 বর্তমানে বাজারের বেশ কয়েকটি গাড়িকে টেক্কা দেবে বলেই অনুমান করছেন বিশেষজ্ঞরা। তাঁদের কথায়, Hyundai Elite i20 বাজারে এলে Maruti Suzuki Baleno, Tata Altroz, Toyota Glanza, Honda Jazz-সহ বেশ কয়েকটি গাড়ির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।প্রসঙ্গত, পুজোর মরশুমে স্যান্ট্রো, Grand i10, Grand i10 Nios-সহ একাধিক মডেলে থাকছে আকর্ষণীয় অফার। সেই সূত্র ধরেই ৫,০০০ টাকা থেকে শুরু করে ৫০,০০০, এমনকি ৭০,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে সংশ্লিষ্ট গাড়িগুলির মডেলে। তবে শুধুমাত্র ক্যাশ ডিসকাউন্ট নয়, থাকছে এক্সচেঞ্জ বোনাস ও কর্পোরেট ডিসকাউন্টও।

Published by:Rukmini Mazumder
First published:

Tags: Hyundai Elite i20