• Home
 • »
 • News
 • »
 • technology
 • »
 • এখন বাজার গরম প্রিমিয়াম সিলিং ফ্যানের, কেন স্পেশাল এই পাখা ?

এখন বাজার গরম প্রিমিয়াম সিলিং ফ্যানের, কেন স্পেশাল এই পাখা ?

Orient Aerostorm Ceiling Fan

Orient Aerostorm Ceiling Fan

 • Share this:

  #কলকাতা: পাখার হাওয়া। তাতেও অভিনবত্ব। চাহিদা বাড়ছে উদ্ভাবনের। আর ক্রেতাদের এই চাহিদার সঙ্গে তাল মিলিয়ে দ্রুত বদলাচ্ছে ফ্যানের বাজার । বাজারে আসছে অভিনব ও নতুন প্রযুক্তির ফ্যান। দেশের বিক্রি হওয়া ফ্যানের একটি অংশই প্রিমিয়াম ক্যাটেগরির। অর্থাৎ অন্তত ফ্যানের ক্ষেত্রে বেশি দাম দিতে পিছপা নন ক্রেতারা।

  ক্রেতাদের এই বদলে যাওয়া মানসিকতাকে হাতিয়ার করেই বাজার দখলে ঝাঁপাচ্ছে সিকে বিড়লা গ্রুপের ওরিয়েন্ট ফ্যানস। এই মুহুর্তে তাদের তৈরি ৩৩ ধরণের ফ্যানের ৫০ শতাংশই প্রিমিয়াম ক্যাটেগরির। মোট বিক্রির ৪০ শতাংশের বেশি আসে প্রিমিয়াম ফ্যান থেকে। ওরিয়েন্ট ইলেকট্রনিক্সের ভাইস প্রেসিডেন্ট অতুল জৈনের দাবি, সংস্থার তৈরি ফ্যানে থাকছে অসাধারণ কিছু বৈশিষ্ট্য। নিজস্ব গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমেই তা ক্রেতাদের কাছে পৌঁছে দিচ্ছে সংস্থা। অ্যারোডাইনামিক্যালি ডিজাইন করা ফ্যান ইতিমধ্যেই সবচেয়ে বেশি বিক্রি হওয়া ফ্যানের মধ্যে পয়লা নম্বরে চলে এসেছে। ৫ থেকে ৭ হাজার টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে এই প্রিমিয়াম শ্রেণীর ফ্যানগুলি ৷

  Atul Jain, ‎Sr. Vice President and Business Head, Fans, Orient Electric Atul Jain, ‎Sr. Vice President and Business Head, Fans, Orient Electric

  Aero Series  ফ্যানে নিজস্ব ডিজাইন ও বাড়তি কিছু সুবিধাও যোগ করেছে সংস্থা। অতুলের দাবি , এই ফ্যান সাধারণ ফ্যানের তুলনায় ৫০ শতাংশ বেশি হাওয়া তৈরি করবে। ঘরের সব প্রান্তে সমানভাবে হাওয়া পৌছনোও নিশ্চিত করবে। অতুল জানান, এসির ব্যবহার বাড়লেও সব ধরণের ক্রেতাই এখনও ফ্যানের ওপরই নির্ভরশীল। আর এখানেই প্রিমিয়াম ফ্যানের চাহিদা আরও বাড়ার সম্ভাবনা। মেট্রো শহরের পাশাপাশি টিয়ার ওয়ান ও টিয়ার টু শহরেও অ্যারো ফ্যানের চাহিদা বাড়ছে বলে দাবি তাঁর।

  কলকাতা, ফরিদাবাদ ও গুয়াহাটি - এই তিনটি শহরে নিজস্ব উৎপাদনকেন্দ্রে তৈরি ফ্যান বিদেশে রফতানি করে সংস্থা। ১০০ শতাংশ ভারতীয় প্রযুক্তিতে তৈরি ফ্যানের রফতানি ২০ শতাংশ বাড়ানোরও লক্ষ্যমাত্রা নিয়েছে সংস্থা।

  First published: