যাঁরা বাজেটের মধ্যে একটি নতুন ফোন কেনার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য রয়েছে সুখবর। কারণ Oppo কোম্পানির একটি ফোন পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ছাড়ে। যে ফোনে ভাল ক্যামেরার সঙ্গে রয়েছে শক্তিশালী ব্যাটারি এবং সুন্দর ডিজাইন। আধুনিক সেই ফোনটি হল Oppo F21s Pro। এই ফোনের উপরে দেওয়া হচ্ছে আকর্ষণীয় ছাড়। এক নজরে দেখে নেওয়া যাক সমস্ত খুঁটিনাটি।
জনপ্রিয় অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজনে এখন প্রাইম ফোন পার্টি সেল চলছে। এই সেলে ফোনের উপর সর্বাধিক ৪০% পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। সেল শুরু হয়েছে ৪ এপ্রিল এবং চলবে আগামী ৮ এপ্রিল পর্যন্ত। পাশাপাশি কুপনে ১,০০০ টাকার ছাড় দেওয়া হচ্ছে।
এর পাশাপাশি ৯ মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই বিকল্পও দেওয়া হচ্ছে এই সেলে। এই সেলের মধ্যে, Realme, Redmi, Samsung ফোনে অফার দেওয়া হচ্ছে। কিন্তু সেরা ডিলের অধীনে Oppo F21s Pro খুব সস্তায় ক্রয় করা সম্ভব।
ব্যানার থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই সেলে, Oppo F21s Pro ফোন ২৭,৯৯৯ টাকার পরিবর্তে মাত্র ২১,৯৯৯ টাকায় ক্রয় করা যাবে। অর্থাৎ এতে ৬,০০০ টাকা ছাড় দেওয়া হচ্ছে।
এক্সচেঞ্জ অফারের অধীনে, এই ফোনে ১৯,৯৫০ টাকার ছাড়ও পাওয়া যাবে। এই ফোনটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এর Sony IMX709 সেলফি সেন্সর এবং Snapdragon 680 প্রসেসর।
আরও পড়ুন: সেরা বাজেট ফোন চান! ৭ হাজারেরও কম দামে পাওয়া যাবে এই স্মার্টফোনগুলিOppo F21s Pro ফোনে একটি ৬.৪৩ ইঞ্চির FHD + AMOLED পাঞ্চ হোল ডিসপ্লে রয়েছে। এর ডিজাইনও আল্ট্রা স্লিম।
ক্যামেরা হিসেবে Oppo-র এই ফোনে AI ট্রিপল সেটআপ দেওয়া হয়েছে। ফোনের পিছনের দিকে দেওয়া হয়েছে ৬৪ মেগাপিক্সেলের ফার্স্ট ক্যামেরা, ২ মেগাপিক্সেলের সেকেন্ড ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের থার্ড ক্যামেরা। একই সঙ্গে, ফোনের সামনে একটি ২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।
এই ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটিতে ৮ GB RAM এবং ১২৮ GB স্টোরেজ রয়েছে। এটি মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১ TB পর্যন্ত বাড়ানো যেতে পারে।
Oppo F21s Pro ফোনে একটি ৪৫০০ mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৩W সুপারভক চার্জিং সাপোর্ট করে। এই ফোনে কোম্পানির পক্ষ থেকে ১ বছরের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: OPPO, Technology