হোম /খবর /প্রযুক্তি /
একধাক্কায় অনেকটাই দাম কমল Oppo F17 Pro-এর, কিনে ফেলুন এই সুযোগেই

একধাক্কায় অনেকটাই দাম কমল Oppo F17 Pro-এর, কিনে ফেলুন এই সুযোগেই

জেনে নিন Oppo F17 Pro-এর নতুন দাম ও স্পেসিফিকেশন

  • Last Updated :
  • Share this:

Oppo F17 Pro: দাম কমলো Oppo F17 Pro ফোনটির। সেপ্টেম্বর মাসেই ভারতে লঞ্চ হয়ে ছিল F17 Pro। এক ধাকায় ফোনটির দাম কমেছে ১,৫০০ টাকা। ইতিমধ্যেই অনলাইনে Flipkart ও Amazon এ ফোনটি নতুন দামে বিক্রি হচ্ছে। যদিও কোম্পানির তরফে এবিষয়ে এখনও কিছু জানানো হয়নি। ভারতে অপ্পো এফ১৭ প্রো এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজের দাম ছিল ২২,৯৯০ টাকা। এখন ১,৫০০ টাকা সস্তা হওয়ার পর ফোনটি পাওয়া যাচ্ছে ২১,৪৯০ টাকায় । F17 Pro ফোনটি তিনটি রঙে পাওয়া যাচ্ছে - মেট ব্ল্যাক, ম্যাজিক ব্লু এবং মেটালিক হোয়াইট। জেনে নিন ফোনটির স্পেসিফিকেশন...

স্লিক এবং প্রিমিয়াম ডিজাইন - OPPO F17 Pro তে রয়েছে 7.48 মিলিমিটার আল্ট্রা স্লিম বডি যার ওজন মাত্র ১৬৪ গ্রাম। ফলে এটি ২০২০ সালের সব থেকে ‘স্লিক ফোন’-এ পরিণত হয়েছে। এই ডিভাইসে রয়েছে দুর্দান্ত ডিজাইন যা মেঅনবোর্ড ,ব্যাটারি এবং অন্যান্য কম্পোনেন্টের সঙ্গে সহজেই ফিট হয়ে যায়। এই প্রথম OPPO F17 প্রো পাতলা ২২০ ডিগ্রি ‘এজ’-এর সঙ্গে তৈরি হয়েছে ৷ হাই-গ্লস লাইটিং টেকনিক সজ্জিত এই স্মার্টফোন রাউন্ড পয়েন্টে আলোর প্রতিসরণ ঘটায়। F17 প্রো সুপার স্মুথ হ্যান্ড ফিল প্রদান করে। OPPO F17 প্রো এর আল্ট্রা স্লিম বডি পকেটের মধ্যে স্লাইড করতে পারে এবং কোনও রকম অসুবিধা ছাড়াই ব্যাগের মধ্যে সুন্দর ভাবে থেকে যায়।

OPPO F17 Pro-এর স্পেসিফিকেশন - অপ্পো এফ১৭ প্রো-তে রয়েছে ৬.৪৩ ইঞ্চির ফুল HD+ সুপার অ্যামোলেড স্ক্রিন, ৯০.৭% screen-to-body রেশিও প্রদান করে। ডিসপ্লে-তে রয়েছে মিনি ডুয়াল punch-hole ইন্ডাস্ট্রির সবথেকে ক্ষুদ্র ৩.৭ মিলিমিটার ক্যামেরা ডায়ামিটার সঙ্গে ভিডিও গেমস খেলার জন্য আরও বড় স্ক্রিন এবং ছবি তোলার ক্ষেত্রে প্রতিটি শটে নিখুঁত ডিটেলস-সহ ডিসপ্লে। এই স্ক্রিনে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আনলক 3.0 যা মাত্র ০.৩ সেকেন্ডে স্ক্রিন আনলক করতে পারে। হাই এন্ড প্রিমিয়াম এফেক্ট এর জন্য OPPO F17 প্রো অতুলনীয় শাইনি ম্যাট কালারের ডিজাইন রয়েছে ৷ যাতে নতুন অপটিক্যাল কোটিং টেকনিক ব্যবহার করা হয়েছে। এটি ফিঙ্গারপ্রিন্ট রেজিস্ট্যান্ট ফিনিশ নিশ্চিত করে। শাইনি ম্যাট ব্র্যান্ড নিউ অপটিক্যাল কোটিং টেকনিক ব্যবহার করা হয়েছে যা কোটিং ডেপথ ২৫০ ন্যানোমিটার থেকে ৪০০ ন্যানোমিটার পর্যন্ত হয় এবং আলোর প্রতিসরণ ঘটিয়ে কালারকে আরও ফুটিয়ে তোলে।

ai-powered ফটোগ্রাফি - এই স্মার্টফোন রিয়ার অংশে 48MP ওয়াইড অ্যাংগেল ক্যামেরা সেটআপ এর সঙ্গে ফ্রন্টে ডুয়াল ডেপথ ক্যামেরা সহযোগে আরও ভাল ক্লারিটি এবং কোয়ালিটি প্রদান করে। ডুয়াল লেন্স বোকেহ দ্বিতীয় একটি 2MP ডেপথ ক্যামেরা এবং 16MP মেইন ফ্রন্ট ক্যামেরার সঙ্গে সফটওয়্যার লেভেল ইমেজ প্রসেসিং নিশ্চিত করে যাতে আরও ভালোভাবে বোকেহ এফেক্ট পাওয়া যায়। কম আলোয় ফটোগ্রাফি নিশ্চিত করতে এই ডিভাইসে রয়েছে AI নাইট ফ্লেয়ার পোট্রেট বোকেহ ইফেক্ট এবং লো লাইট HDR অ্যালগরিদম এর সঙ্গে কম আলোতে আর্টিস্টিক পোর্ট্রেট ক্যাপচার করতে সাহায্য করে। F17 প্রো তে রয়েছে ওপর AI বিউটিফিকেশন 2.0 ভারতীয়দের বিউটি প্রেফারেন্স অনুযায়ী কাস্টমাইজ করা যায় এবং এতে ন্যাচারাল স্কিন টোন প্রিজার্ভ করা যায়।

OPPO F17 প্রোতে রয়েছে তৃতীয় জেনারেশন আল্ট্রা স্টেডি ভিডিও যা শুধুমাত্র ব্যবহারকারীদের পথ চলতে চলতে বাধামুক্ত ভাবে vlog শুট করতে যেমন সাহায্য করে তেমনি স্টেবিলাইজ ক্লিয়ার এবং শার্প ভিডিও তুলতেও সুবিধা করে দেয়। OPPO F17 প্রো এর আল্ট্রা স্টেডি ভিডিও হার্ডওয়ার সফটওয়্যার সলিউশন ব্যবহার করে যা ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন অ্যালগরিদম কে যুক্ত করে। Front-facing ক্যামেরা তে এমবেডেড জায়রোস্কোপ ব্যবহারকারীকে কোন রকম সমস্যা ছাড়াই তাদের ফেভারিট মোমেন্ট ক্যাপচার করতে সাহায্য করে।

দুর্দান্ত ফাস্ট চার্জিং - F17 প্রো-তে রয়েছে 4000mAh ব্যাটারির সঙ্গে OPPO নিজস্ব 30W VOOC ফ্লাশ চার্জ 4.0 টেকনোলজি। মাত্র পাঁচ মিনিটের চার্জে ব্যবহারকারীরা এখন চার ঘণ্টার টকটাইম পেয়ে যাবেন। F17 প্রো-তে মাত্র ৩০ মিনিটে ৭৪ শতাংশ চার্জ হয়ে যায় এবং ফুল চার্জ হতে সময় লাগে মাত্র ৫৩ মিনিট। এই ডিভাইসে ফোনের ব্যাটারি লাইফ অপটিমাইজ করার জন্য ফিচার্স রয়েছে ৷ এবং AI নাইট চার্জিং সুবিধা রয়েছে ৷ যা ব্যবহারকারীর ঘুমানোর অভ্যাস অনুযায়ী মেশিন লার্নিং ব্যবহার করে ফোনকে ১০০% পর্যন্ত চার্জ করে দেয় তাদের ঘুম থেকে ওঠার সময়েই ৷

Published by:Ananya Chakraborty
First published:

Tags: OPPO, OPPO F17 Pro