Home /News /technology /

নস্টালজিক ডিজাইন, 4G কানেক্টিভিটি-সহ বাজারে ফিরতে পারে Nokia 6300 ও Nokia 8000

নস্টালজিক ডিজাইন, 4G কানেক্টিভিটি-সহ বাজারে ফিরতে পারে Nokia 6300 ও Nokia 8000

নয়া কোনও ফিচার যোগ হচ্ছে কি দুই মডেলে ? জেনে নিন

  • Share this:

একাধিক ওয়েবসাইটে Nokia ফোনের লিস্টিং ঘিরে ফের জল্পনা বাড়তে শুরু করেছে। শোনা যাচ্ছে, HMD Global-এর হাত ধরে বাজারে আসতে পারে Nokia-র দু'টি ফোন। টেকবিশেষজ্ঞদের একাংশ বলছেন, খুব সম্ভবত Nokia 6300 ও Nokia 8000 ফোন দু'টিই ক্রেতাদের জন্য আবার ফিরতে পারে। এ নিয়ে আপাতত জল্পনা জারি।

সম্প্রতি স্ক্যান্ডিনেভিয়ার একটি নেটওয়ার্ক অপারেটর ওয়েবসাইট Telia-তে দু'টি নতুন Nokia ফোনের মডেল দেখা গিয়েছে। আর এই ফোন লিস্টিংয়ের সূত্র ধরেই জল্পনা ক্রমে বাড়ছে। অন্য দিকে, Nokia Mob-এ বেশ কয়েকটি ফোনের সঙ্গে দেখা গিয়েছে Nokia 6300 4G ও Nokia 8000 4G ফোনকে। তবে লিস্টিংয়ে ফোনের নাম ছাড়া আর কোনও তথ্যই দেওয়া হয়নি। আর এর পর থেকেই Nokia 6300 ও Nokia 8000 ফোনের ফিরে আসা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। উল্লেখ্য, Nokia ফোনের পাশাপাশি Wi-Fi কলিং সাপোর্ট ফিচারের কয়েকটি ফোনও রয়েছে এই তালিকায়। তাই Nokia ফোনে নতুন ফিচার আসতে পারে বলেও অনেকে দাবি করছেন।

প্রসঙ্গত, Nokia ব্র্যান্ডের অন্যতম সেরা ফোন ছিল Nokia 6300। ২০০৬ সালে লঞ্চ হয়েছিল এটি। মূলত নিজের স্টেনলেস স্টিল বডির জন্যই বিখ্যাত ছিল এই ফোন। S40 OS-এ চলে ফোনটি। ফোনে রয়েছে ২ মেগা পিক্সেল রেয়ার ক্যামেরা। অন্য দিকে Nokia 8000 4G ফোন নিয়েও একটা ভালোলাগা রয়েছে Nokia-প্রেমীদের মধ্যে। Nokia 8000 সিরিজের একটি মডেল এটি।

এ ছাড়াও HMD Global-এর কাছে রয়েছে Nokia 8110 banana ফোন। এর কি-বোর্ড স্লাইডার নজর কাড়ে। এই সিরিজের বেশ কয়েকটি বিখ্যাত ফোন হল টাইটেনিয়াম বডির Nokia 8910i, গোল্ড আর্টে ক্ল্যাড ও স্যাফায়ার আর্টে মডেলের Nokia 8800। তাই এগুলির ফিরে আসা নিয়েও নানা আলোচনা শুরু হয়েছে। এগুলির পাশাপাশি Nokia 5310 Xpress Music মডেল নিয়ে Nokia ফ্যানেদের মধ্যেও একটা আলাদা উন্মাদনা রয়েছে। দেশে এই ফোনের দাম ৩,৫৯৯ টাকা। সাদা-লাল বা কালো-লাল অপশনে পাওয়া যায় এই ফোনটি।

দেখার বিষয় যে, এ বার কোন Nokia ফোনটি বা Nokia মডেলগুলি আবার ফিরে আসবে বাজারে!

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Nokia

পরবর্তী খবর