#আমেরিকা: সেদিন বোধহয় আর খুব দেরি নেই, যখন চাঁদেও বসাবাস স্থাপন করা যাবে! এমনই সম্ভাবনার কথা জানাচ্ছে নাসা। কারণ, মহাবিশ্বের অন্য কোথাও প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব কিনা, সেই তথ্য খুঁজতে গিয়ে অভিনব দৃশ্যর সাক্ষী হলে নাসার মহাকাশযান ল্যাডি (লুনার অ্যাটমোস্ফিয়ার অ্যান্ড ডাস্ট এনভায়রনমেন্ট এক্সপ্লোরার)। চাঁদের মাটিতে মিলল জলের অস্তিত্বের প্রমাণ।
২০১৩ সালের শেষ থেকে ২০১৪ সালের শুরুর ৬ মাসের মধ্যে এই মহাকাশযানটিই চাঁদের পরিবেশ সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছিল। জানিয়ে দিয়েছিল, পৃথিবীর একমাত্র উপগ্রহের পরিবেশ বিরক্তিকর ও ধূলিকণাময়। চাঁদের বাতাসে কোন মৌল কী পরিমাণে আছে, সবটাই বিস্তারিত জানান দিয়েছিল ল্যাডি। সেই ল্যাডিই এবার প্রমাণ দিল চাঁদের মাটিতে জলের অস্তিত্বের। নাসার বিজ্ঞানীদের দাবি, চাঁদের ভূপৃষ্ঠে ঘনীভূত বরফ আকারে প্রচুর জল জমে রয়েছে। এই বরফের স্তরটি রয়েছে ধূলিকণায় ঢাকা। তাই খালি চোখে বা নাসার কোনও উপগ্রহের মাধ্যমে এতদিন এর ছবি তোলা যায়নি।
দেখুন ভিডিও--
JUST IN: Scientists have discovered water is being released on the Moon during meteor showers!
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: LADEE, NASA, Water in moon