#নয়াদিল্লি: ভারতীয় বাজারে এবার এসে গেল মোটো জি ফাইভ ৷ বুধবার রাত ১২ থেকেই ফ্লিপকার্টে শুরু হবে মোটো জি ফাইভ ও ফাইভ প্লাসের বিক্রি ৷ উদ্ধোধনে মোটো-র পক্ষ থেকে জানানো হয়েছে, অন্যান্য মোবাইলের ব্যাটারি ক্ষমতাকে একেবারে চ্যালেঞ্জ ছুঁড়তে চলেছে মোটো জি ফাইভ৷ মোটোর এই নতুন ফোনে মাত্র ১৫ মিনিট চার্জ দিলেই ৬ ঘণ্টা পর্যন্ত ফোন ব্যবহার করা যাবে ! এটাই মোটো জি ফাইভের ইউনিক সেলস পয়েন্ট !
আর কী রয়েছে এই ফোনে ?
ডিসপ্লে থাকছে ৫.২ ইঞ্চি। অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬২৫ প্রসেসর আছে এই স্মার্টফোনে। রেয়ার ক্যামেরা ১২ মেগা পিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ৫ মেগা পিক্সেল রয়েছে মোটো জি ফাইভে। ৩ হাজার এমএএইচ ক্ষমতা সম্পন্ন ব্যাটারি থাকছে, যা মাত্র ১৫ মিনিটে ৬ ঘণ্টার চার্জ হয়ে যেতে পারে। ৩ জিবি এবং ৪ জিবি র্যাম এই দু’ধরনের মোটো জি ফাইভ প্লাস এনেছে লেনেভো। ৩জিবি র্যামের সঙ্গে ১৬ জিবি মেমরি এবং ৪জিবি র্যামের সঙ্গে ৩২ জিবি মেমরি সাপোর্ট করবে। ৩ জিবি র্যামের মোটো জি ফাইভ প্লাসের দাম ১৪,৯৯৯ টাকা। ৪জিবি র্যামের এই স্মার্টফোনের দাম থাকছে ১৬,৯৯৯ টাকা।