• Home
 • »
 • News
 • »
 • technology
 • »
 • স্মার্ট ফোনের পাশাপাশি Xiaomi-র এবার নতুন উপহার MI TV4 স্মার্ট টিভি

স্মার্ট ফোনের পাশাপাশি Xiaomi-র এবার নতুন উপহার MI TV4 স্মার্ট টিভি

Xiaomi Mi TV 4

Xiaomi Mi TV 4

চিনের মোবাইল প্রস্তুতকারী সংস্থা Xiaomi এবার আর শুধু হ্যান্ডসেটেই সীমাবদ্ধ থাকছে না ৷

 • Share this:

  #নয়াদিল্লি: চিনের মোবাইল প্রস্তুতকারী সংস্থা Xiaomi এবার আর শুধু হ্যান্ডসেটেই সীমাবদ্ধ থাকছে না ৷ নতুন ডিভাইস ভারতের বাজারে আনল  সংস্থা ৷ ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে এটাই Xiaomi-র নতুন উপহার ৷ ভারতের বাজারে যে নতুন ধরণের কোনও ডিভাইস আনতে চলেছে  Xiaomi ৷ সেটা সংস্থার পক্ষ থেকে আগেই স্পষ্ট করা হয়েছিল ৷ স্মার্ট ফোনের পাশাপাশি ভারতের বাজারে নতুন স্মার্ট টিভি Mi TV 4 নিয়ে হাজির Xiaomi ৷

  গতবছরই কনস্যুমার ইলেকট্রনিক্স শো-তে ৪.৯ মিমি আলট্রা-থিন ফ্রেমলেস মেটাল বডি Mi TV 4-র শো-কেস করেছিল Xiaomi ৷ নতুন এই MI TV4 তিনটি সাইজে আসতে চলেছে ৷ ৪৯, ৫৫ এবং ৬৫ ইঞ্চির নতুন  স্মার্ট টিভি গ্রাহকদের উপহার দিতে চলেছে Xiaomi ৷ ভারতের বাজারে আপাতত ৫৫ ইঞ্চির Mi TV4 টি লঞ্চ করা হয়েছে ৷ যার দাম ৩৯,৯৯৯ টাকা  ৷ এই টিভিতে থাকছে HDR10 সাপোর্টের পাশাপাশি 4K প্যানেল এবং কোয়াড-কোর 64-বিট ফ্ল্যাগশিপ টিভি প্রসেসর, ডলবি এবং DTS ডুয়াল অডিও রেকর্ডিং ৷ এখন টিভিটা কিনলে বিভিন্ন অফারও থাকছে এর সঙ্গে ৷ ৩ মাসের সোনি লিভ এবং হাঙ্গামা প্লে-র সাবস্ক্রিপশন ( ৬১০ টাকার মূল্যের ), Mi IR কেবল ( ২৯৯ টাকা দামের ) এবং ১০৯৯ টাকার অনসাইট ইনস্টলেশন সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাচ্ছে ৷ Mi.Com, ফ্লিপকার্ট এবং Mi হোম স্টোরসে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে এই স্মার্ট টিভি কেনা যাবে ৷

  First published: