Redmi 9A Launched: আজ, ২ সেপ্টেম্বর ভারতে লঞ্চ হল Xiaomi-র নতুন বাজেট স্মার্টফোন Redmi 9A। কিছুদিন আগেই কোম্পানি ৯ সিরিজে Redmi 9 এবং Redmi 9 Prime লঞ্চ করেছিল। এবার এই সিরিজের সবচেয়ে সস্তার ফোন Redmi 9A লঞ্চ করল। এই ফোনের বিশেষ আকর্ষণ এর ৫০০০ এমএএইচ ব্যাটারি আর মিডিয়াটেক হেলিও জি২৫ প্রসেসর। ভারতে দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে Redmi 9A - ২ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ আর ৩ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ। ৪ সেপ্টেম্বর দুপুর ১২ টা থেকে এই ফোনের সেল শুরু হবে। ফোনটি Amazon ও Mi স্টোর থেকে কেনা যাবে। জেনে নিন Redmi 9A এর স্পেসিফিকেশন ও দাম...
Redmi 9A স্পেসিফিকেশন: Redmi 9A-তে রয়েছে ৬.৫৩ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে, যার আসপেক্ট রেশিও ২০:৯। ফোনের ডিসপ্লের রেজুলেশন ৭২০×১৬০০ পিক্সেল। ফোনে ভিতরে রয়েছে অক্টাকোর মিডিয়াটেক হেলিও জি২৫ প্রসেসর, সঙ্গে জিবি পর্যন্ত র্যাম এবং ৩২ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ। মাইক্রোএসডির মাধ্যমে ফোনের স্টোরেজ বাড়ানো যাবে। সিকিউরিটির জন্য ফোনে ফেস আনলক আছে।
Say hello to #Redmi9A, India's new #DeshKaSmartphone! 6.53 HD+ IPS Display, certified by #TUV #5000mAh ELB with day battery life High-performance #HelioG25 #13MP AI camera #5MP AI selfie camera for 2GB+32GB! for 3GB+32GB! Sale on 4th! pic.twitter.com/AVQfYHodIU
— Redmi India - #Redmi9A is here! (@RedmiIndia) September 2, 2020
Redmi 9A ক্যামেরা: ছবি তোলার জন্য Redmi 9A-এ তে রয়েছে এফ/২.২ অ্যাপারচার-সহ ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। সেলফি তয়াল্র জন্য রয়েছে এফ/২.২ লেন্স সহ ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ারের জন্য ফোনে রয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ১০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। ডুয়েল সিমের Redmi 9A-এ তে অ্যান্ড্রয়েড ১০ এর উপরে চলবে এমআইইউআই ১২ ইন্টারফেস। তিনটি রঙে পাওয়া যাবে Redmi 9A- নেচার গ্রীন, সি ব্লু এবং মিডনাইট ব্ল্যাক।
Redmi 9A দাম: Redmi 9A-এর ২ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজের দাম ৬,৭৯৯ টাকা। আর ৩ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজের দাম ৭,৪৯৯ টাকা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।