#নয়াদিল্লি: চলতি বছর একের পর এক নতুন ফিচার নিয়ে নিয়ে হাজির হচ্ছে মেসেজিং অ্যাপ WhatsApp। এ বার সেই মুকুটেই জুড়ল আরও একটি পালক। বিজনেস অ্যাকাউন্টের জন্য শুরু হতে চলেছে কার্ট (Cart) অপশন। অন্যান্য শপিং অ্যাপের ক্ষেত্রে যে ভাবে পছন্দের জিনিস ব্যাগে বা কার্টে বেছে রাখা যায়, অ্যাড টু কার্ট (Add To Cart) করা যায়, সে ভাবেই এ বার থেকে এখানেও পছন্দের জিনিস বেছে রাখা যাবে। এবং একসঙ্গে কিনে নেওয়া যাবে।
সংস্থার তরফে জানানো হয়েছে, এই নতুন ফিচার অর্ডার ট্র্যাক করা, তা নিয়ে বিভিন্ন তথ্য দেওয়া ও কাস্টমারের বিভিন্ন চাহিদা পূরণ করতে সাহায্য করবে। আর একসঙ্গে অনেক কিছু কেনার ক্ষেত্রে এই নতুন কার্ট অপশন কাস্টমারদের পরিশ্রমের হাত থেকে বাঁচাবে, কেনাকাটা অনেকটা সহজ করে দেবে। কার্ট ব্যবহার করতে একটি বিজনেস প্রোফাইল (Business Profile) খুলতে হবে, যেখান থেকে অর্ডার করা হবে। তাতে চ্যাটের অপশন খুলতে হবে। এ বার তাদের ক্যাটালগ দেখতে শপিং অপশনে ক্লিক করতে হবে। যে প্রোডাক্টটি পছন্দ, সেটা সিলেক্ট করতে হবে। তার পর সেটিকে অ্যাড টু কার্ট করতে হবে। যখন অনেক কিছু একসঙ্গে কার্টে চলে আসবে, তখন সেলাররা তা WhatsApp মেসেজের মাধ্যমে বায়ার বা ক্রেতার কাছে পাঠাতে পারবেন। সংস্থার তরফে জানানো হয়েছে, মেসেজ আকারে পাঠিয়ে দেওয়ার পর যদি সেই প্রোডাক্ট সম্পর্কে তথ্য লাগে, তা হলে ভিউ কার্টে গিয়ে তা দেখা যাবে।