ফেসবুক, হোয়্যাটস অ্যাপ, ইনস্টাগ্রামের পথেই হাঁটতে চলেছে ট্যুইটারও। এই জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইটে এসেছে বিশেষ ফিচার 'Fleets'। Fleets হল এক বিশেষ রকমের সুযোগ, যেটির মাধ্যমে বাকি জনপ্রিয় সামাজিক মাধ্যমের মতো এখানেও স্টোরি পোস্ট করা যাবে। যা নিয়মমতো ২৪ ঘণ্টা থাকবে, তারপর নিজে থেকে ডিলিট হয়ে যাবে।
Testing, testing… We’re testing a way for you to think out loud without the Likes, Retweets, or replies, called Fleets! Best part? They disappear after 24 hours. pic.twitter.com/r14VWUoF6p
— Twitter India (@TwitterIndia) June 9, 2020
যদিও, ট্যুইটার ইন্ডিয়া ঘোষণা করেছে, এটি পরীক্ষামূলক ভাবে শুরু করা হচ্ছে। ট্যুইটার ইন্ডিয়ায় ট্যুইটার হ্যান্ডেলে এই নিয়ে একটি পোস্টও করা হয়েছে। এটি কাজও করবে বাকি সোশ্যাল সাইটের মতোই। ট্যুইটার Fleets–এ যদি কেউ কিছু পোস্ট করেন, তার উত্তরে সরাসরি কমেন্ট করা যাবে, কিন্তু তা চ্যাট বক্সের মাধ্যমে ব্যবহারকারীর কাছে পৌঁছবে, সবাই সেই মন্তব্য দেখতে পাবেন না।
Me to those who are posting their photos in #fleets.. pic.twitter.com/nZbzcrehas
— Arya Stark (@aryaeddardstark) June 10, 2020
ব্রাজিল ও ইতালির পর ভারত তৃতীয় দেশ যেখানে ট্যুইটার এই বিশেষ ফিচারের পরীক্ষামূলক ব্যবহার চালু করতে চলেছে। এই সুবিধা ব্যবহারকারীরা পাবেন অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মে।
Soon Paytm Google pay also add story feature #fleets pic.twitter.com/n7dFDXM1kx
— Mohit sharma (@ASLIMOHIT) June 10, 2020
এই ঘোষণার পর থেকেই নানারকম ঠাট্টা তামাশা শুরু হয়েছে ট্যুইটার জুড়ে। এই মাইক্রো ব্লগিং সাইটের নতুন ফিচার নিয়ে ভাইরাল হয়েছে একাধিক মিম।
Year 2022:Ms Excel now supports stories#fleets pic.twitter.com/iublZjgw3q
— Teja (@Rt7778) June 10, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Fleets, Newfeature, Twitter