• Home
 • »
 • News
 • »
 • technology
 • »
 • ভারতে এল গ্যালাক্সি S9 এবং S9+, জেনে নিন এর দাম ও ফিচার্স

ভারতে এল গ্যালাক্সি S9 এবং S9+, জেনে নিন এর দাম ও ফিচার্স

Photo: Samsung Galaxy S9, Galaxy S9+

Photo: Samsung Galaxy S9, Galaxy S9+

সদ্যই ভারতে লঞ্চ হয়েছে স্যামসংয়ের নতুন দু’টি মডেল ৷ গ্যালাক্সি S9 এবং গ্যালাক্সি S9+ ৷ গতকাল শহর কলকাতাতেও আনুষ্ঠানিকভাবে পর্দা উন্মোচিত মডেল দু’টির ৷

 • Share this:

  #কলকাতা: সদ্যই ভারতে লঞ্চ হয়েছে স্যামসংয়ের নতুন দু’টি মডেল ৷ গ্যালাক্সি S9 এবং গ্যালাক্সি S9+ ৷ গতকাল শহর কলকাতাতেও আনুষ্ঠানিকভাবে পর্দা উন্মোচিত মডেল দু’টির ৷ আর এই উপলক্ষ্যে শহরে এসেছিলেন ভিকি ডোনারের নায়িকা ইয়ামি গৌতম ৷ রাজারহাটের শপিং মলে তাঁর হাত ধরেই লঞ্চ হল গ্যালিক্সির গ্যালাক্সি S9 এবং S9+ ৷

  নতুন ফোন বাজারে এলেই যাঁরা পুরনোটির মায়া ত্যাগ করতে তৎপর হয়ে ওঠেন তাঁদের জন্য জানিয়ে রাখা ভাল, বাজারে এসেই কিন্তু ৬ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে স্যামসং ৷ তবে এই অফার প্রযোজ্য হবে শুধুমাত্র এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের ওপর ৷ এমনকী পুরনো স্যামসং মোবাইলের পরিবর্তে ৬ হাজার পর্যন্ত ক্যাশব্যাকও পাওয়া যাবে ৷ দোকানে যাওয়ার আগে এক নজরে দেখে নেওয়া যাক কী কী ফিচার্স রয়েছে এই ফোনে ৷

  শহরের একটি শপিং মলে ফোনের উদ্বোধনী অনুষ্ঠানে ইয়ামি গৌতম শহরের একটি শপিং মলে ফোনের উদ্বোধনী অনুষ্ঠানে ইয়ামি গৌতম

  ◘ স্যামসং গ্যালাক্সি S9

  • রয়েছে ৫.৮০ ইঞ্চি ডিসপ্লে ৷ • ১৪৪০X২৯৬০ পিক্সেল রেজলিউশন ৷ • ৪ জিবি র‍্যাম রয়েছে এই ফোনে ৷ • ইন্টারনাল স্টোরেজ ৬৪ জিবি ৷ তবে তা ৪০০ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে ৷ • ১.৭ অক্টাকোর প্রসেসর ৷ • অ্যান্ড্রয়েড ৮ রয়েছে এতে ৷ • ১২ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে গ্যালাক্সি S9-এ ৷ • ৩০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে নতুন এই ফোনে ৷

  • দাম ৫৭,৯০০ টাকা ৷

  ◘ স্যামসং গ্যালাক্সি S9+

  • ৬.২০ ইঞ্চি ডিসপ্লে রয়েছে এই ফোনে ৷ • ১৪৪০X২৯৬০ পিক্সেল রেজলিউশন ৷ • ৬ জিবি র‍্যাম রয়েছে গ্যালাক্সি S9+-এ ৷ • ইন্টারনাল স্টোরেজ ৬৪ জিবি ৷ • ১.৭ অক্টাকোর প্রসেসর রয়েছে ৷ • অ্যান্ড্রয়েড ৮ রয়েছে এতে ৷ • ১২ মেগাপিক্সেল ফ্রব্যাক ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে নতুন এই ফোনে ৷ • ৩৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে নতুন এই ফোনে ৷

  •  ভারতীয় মুদ্রায় এর দাম ৬৪,৯০০ টাকা ৷

  First published: