#নয়াদিল্লি: বাজারে এল Realme নতুন ফ্ল্যাগশিপ ফোন Realme X3 SuperZoom। ইউরোপে এই স্মার্টফোনটি লঞ্চ করল Realme। দুটি রঙ আর দুটি র্যাম ভেরেন্টে পাওয়া যাবে এই স্মার্টফোনটি। এই ফোনটির একটি বিশেষ আকর্ষণ এর ডুয়াল সেলফি ক্যামেরা। এছারাও এই ফোনে periscope ক্যামেরা রয়েছে যা 60X সুপারজুম সাপোর্ট করে। স্পেন আর ইউকে-তে দুটি রঙে এই ফোনটি পাওয়া যাবে নীল আর সাদা। ইতিমধ্যেই Realme X3 SuperZoom-এর প্রি-বুকিং শুরু হয়ে গিয়েছে আর বিক্রি শুরু হবে ২ জুন থেকে।
ক্যামেরা
Realme X3 SuperZoom ফোনের পিছনে থাকছে ৪টি ক্যামেরা। যার মধ্যে রয়েছে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স f/1.8 অ্যাপারচারের সঙ্গে। এছাড়াও রয়েছে ৮ মেগাপিক্সেলের periscope লেন্স, যা 5x অপটিক্যাল জুম আর 60X সুপারজুম সাপোর্ট করে। রয়েছে ৮ মেগাপক্সেলের আলট্রা ওয়াইড লেস f/2.3 অ্যাপারচারের সঙ্গে আর ২ মেগাপক্সেলের মাক্রো লেন্স, f/2.4 অ্যাপারচারের সঙ্গে। সেলফির জন্য রয়েছে দুটি ৩২ মেগাপিক্সেল ইন ডিসপ্লে ক্যামেরা।
New #realmeX3SuperZoom!
— realme Europe (@realmeeurope) May 26, 2020
An unbeatable set of camera and specs.
- 64MP Quad Camera with 60X Super Zoom
- 32MP Dual Selfie Camera
- 120Hz Ultra Smooth Display
- Snapdragon 855+
Already in pre-sale for 499 the 12GB RAM + 256GB ROM version. 06/02 at https://t.co/nTmwFmkltk. pic.twitter.com/PK6EsbUU9Y
স্পেসিফিকেশন
Realme X3 SuperZoom-এ Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে। ডুয়াল সিম Realme X3 SuperZoom-তে রয়েছে ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস (1,080x2,400 পিক্সেল) LCD ডিসপ্লে, প্রোটেকশনের জন্য রয়েছে গোরিলা গ্লাস ৫ আর এর রিফ্রেশ রেট 120Hz। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 855 প্লাস প্রসেসর, Adreno 640 GPU, UFS 3.1, ১২জিবি LPDDR4x RAM, আর ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ রয়েছে।
ফোনের ভিতরে রয়েছে 4,200mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 30W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে Bluetooth v5.0, ডুয়ল ব্যান্ড Wi-Fi, GPS/ A-GPS ও USB Type-C পোর্ট। ফোনের পাওয়ার বাটনের মধ্যেই রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
দাম
Realme X3 SuperZoom-এর 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৪৯৯ ইউরো (প্রায় ৪০,০০০ টাকা)। আর এর 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম এখনও ঘোষণা করেনি কোম্পানি। ভারতে কবে লঞ্চ হবে এই ফোন সেই নিয়েোও কিছু জানায় নি কোম্পানি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।