হোম /খবর /মোবাইল /
OnePlus 9 সিরিজের ফোন নিয়ে ক্রমেই বাড়ছে জল্পনা, ভ্যালেন্টাইনস ডে'র আগেই নতুন তথ্য ফাঁস...

OnePlus 9 সিরিজের ফোন নিয়ে ক্রমেই বাড়ছে জল্পনা, ভ্যালেন্টাইনস ডে'র আগেই নতুন তথ্য ফাঁস...

One Plus 9 Series (সংগৃহীত ছবি)

One Plus 9 Series (সংগৃহীত ছবি)

OnePlus 9 সিরিজের ফোন লঞ্চ নিয়ে জল্পনা চলছে। ফোনের ক্যামেরা, প্রসেসর, ডিজাইন নিয়ে একের পর এক তথ্য সামনে এসেছে। নানা ট্যুইটে ফ্যানেদের কৌতূহল দ্বিগুণ হয়েছে। এর মাঝেই উঠে এল আরও এক নতুন তথ্য।

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: বেশ কয়েক দিন ধরেই OnePlus 9 সিরিজের ফোন লঞ্চ নিয়ে জল্পনা চলছে। ফোনের ক্যামেরা, প্রসেসর, ডিজাইন নিয়ে একের পর এক তথ্য সামনে এসেছে। নানা ট্যুইট আর সংবাদ প্রতিবেদনের জেরে OnePlus 9 ফ্যানেদের কৌতূহল দ্বিগুণ হয়েছে। এর মাঝেই উঠে এল আরও এক নতুন তথ্য। শোনা যাচ্ছে, OnePlus 9 সিরিজের OnePlus 9 ও OnePlus 9 Pro ফোনে থাকতে পারে ৪,৫০০ mAh ব্যাটারি।

সম্প্রতি এ নিয়ে একটি ট্যুইট করেছেন টিপস্টার ম্যাক্স জাম্বর (Max Jambor)। সেই সূত্রে জানা গিয়েছে, OnePlus 9 ও OnePlus 9 Pro ফোনে থাকতে পারে ৪,৫০০ mAh ব্যাটারি। ফোনের বাক্সের মধ্যে থাকবে চার্জার পোর্টও। এক্ষেত্রে দু'টি ফোনেই ডুয়াল সেল ব্যাটারি থাকবে। তবে ব্যাটারির চার্জিং স্পিড সম্পর্কে বিশদে জানা যায়নি। শোনা যাচ্ছে, OnePlus 9 সিরিজের ফোনগুলিতে ৬৫ W ফাস্ট চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে। থাকবে ওয়্যারলেস চার্জিংয়ের ব্যবস্থাও।

প্রসঙ্গত, ব্যাটারির পাশাপাশি ফোনের একাধিক ফিচার নিয়েও নানা তথ্য প্রকাশ্যে এসেছে। দিনকয়েক আগে এক প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, OnePlus 9 সিরিজের ফোনে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন (Qualcomm Snapdragon) 888 SoC প্রসেসর। এছাড়া ক্যামেরা মডিউলেও একাধিক আপগ্রেডেশন আসতে চলেছে। সেই সূত্রে খবর, OnePlus 9 Pro ফোনে থাকতে পারে হ্যাসেলব্লাড ক্যামেরা মডিউল।

গত বছর SlashLeaks-এ প্রকাশিত একটি প্রতিবেদন সূত্রে জানা গিয়েছিল, OnePlus 9 ফোনে থাকতে পারে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরা বাদে এই ট্রিপল রেয়ার ক্যামেরা সেট-আপে রয়েছে ২০ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড অ্যাঙ্গেল সিনে ক্যামেরা ও ১২ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। অন্য দিকে, OnePlus 9 Pro-তে ডান দিকের উপরের দিকের অংশে থাকতে পারে রেয়ার ক্যামেরা সেট-আপ।

টেক-এক্সপার্টদের কথায়, এক্ষেত্রে ফোনের ভিতরের কিছু অংশেরও পরিবর্তন হতে পারে। ইন্টারনাল সার্কিট বোর্ডের রিডাজাইন করা হতে পারে। ডুয়াল রেয়ার ক্যামেরা সেট-আপের পাশাপাশি OnePlus 9 Pro-তে ফ্রন্ট ক্যামেরার জন্য পাঞ্চ হোল স্লট থাকতে পারে। নকশা অনুযায়ী যা থাকবে ডিসপ্লের ডান দিকের উপরের কোণে। এছাড়াও বাম দিকের প্রান্তে থাকছে পাওয়ার বাটন। আর ডান দিকের প্রান্তে রয়েছে ভলিউম কি। শোনা যাচ্ছে, ফোনটির ডুয়াল ক্যামেরা সেট-আপ ও হাই রেজোলিউশনের পাশাপাশি কোয়াড HD+ ডিসপ্লে থাকতে পারে। যার সম্ভাব্য রিফ্রেশ রেট ১২০HZ।

এক্ষেত্রে OnePlus 9 সিরিজে থাকছে OnePlus 9, OnePlus 9 Pro ও OnePlus 9 Lite ফোন। আপাতত স্মার্টফোনগুলি হাতে আসার অপেক্ষা!

Published by:Shubhagata Dey
First published:

Tags: Smartphones