#লন্ডন: পিরিয়ডস বা ঋতুস্রাব নিয়ে ট্যাবু অনেকটাই কমেছে সমাজে৷ তবুও স্যানিটারি ন্যাপকিন কিনতে গিয়ে বহু মহিলাই ফিসফিস করে বলেন দোকানদারকে৷ আর পাঁচটা শারীরিক প্রক্রিয়ার মতোই মহিলাদের এই স্বাভাবিক শারীরিক প্রক্রিয়াটি এ বার ইমোজি-তেও৷ পিরিয়ড হলে টেক্সটে এই ইমোজি ব্যবহার করলেই যথেষ্ট৷
ইমোজি-টি হল এক ফোঁটা রক্ত৷ যে সংগঠন এই ইমোজি-র দাবি করেছিল, তাদের বক্তব্য, পিরিয়ডস-এর ইমোজি এলে বিষয়টিকে নিয়ে আরও খোলামেলা আলোচনা করতে পারবেন৷ বহু নেটিজেন ঋতুস্রাবের ইমোজি দাবি করেছেন৷ কারণ, ঋতুস্রাবের যন্ত্রণা বোঝাতে কোনও ইমোজি নেই মোবাইলে৷ এ বার সেই চাহিদা পূরণ হল৷
Emoji 12.0 আপডেটে ঋতুস্রাবের ইমোজি চূড়ান্ত হয়ে গিয়েছে৷ ডিজিটাল চ্যাটেও চলে এসেছে৷ এই পর্যায়ে মোট ৫৯টি নতুন ইমোজি তৈরি করা হয়েছে৷ অর্থাত্ ইমোজি-র সংখ্যা মোট বেড়ে হবে ২৩০টি৷
ভোগ ম্যাগাজিনে প্রকাশিত রিপোর্ট বলছে, বিশ্বজুড়ে ৫৫ হাজারেরও বেশি মানুষ পিরিয়ডস-এর ইমোজি চেয়েছিলেন৷ ঋতুস্রাবের ইমোজি বাছা হয়েছে ২০১৭ সালে একটি সার্ভের মাধ্যমে৷ ওই সার্ভেতে গোটা বিশ্বে মানুষকে জিগ্গেস করা হয়, কী রকম হতে পারে ঋতুস্রাবের ইমোজি৷
খুব শীঘ্রই iOS ও অ্যান্ড্রয়েডে চলে আসবে ঋতুস্রাবের নতুন ইমোজি৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Digital Chat, Emoji, Periods