corona virus btn
corona virus btn
Loading

১৩ বছর পর নতুন রূপে ফিরছে Nokia-র এই জনপ্রিয় ফোন, লঞ্চ কাল

১৩ বছর পর নতুন রূপে ফিরছে Nokia-র এই জনপ্রিয় ফোন, লঞ্চ কাল

জেনে নিন Nokia 5310 (2020) স্পেসিফিকেশন ও দাম

  • Share this:

#নয়াদিল্লি: ১৬ জুন, নতুন ফিচার ফোন Nokia 5310 (2020) লঞ্চ করতে চলেছে HMD Global। ১৩ বছর পর ফের একবার বাজারে আসতে চলেছে Nokia-এর মিউজিক এক্সপ্রেস ফোন Nokia 5310। Nokia 5310 Xpress Music এর আপগ্রেড ভার্সন হচ্ছে এই Nokia 5310 (2020)। মার্চ মাসে ইউরোপে এই ফোনটি লঞ্চ হয়েছিল Nokia 8.3 5G, Nokia 5.3 এবং Nokia 1.3 এর সঙ্গে।

নোকিয়া মোবাইল ইন্ডিয়া (Nokia Mobile India) প্রথমে একটি টিজার পোস্ট করে যাতে Coming Soon লেখা দেখা যায়, তার কিছু দিন পরেই ১০ সেকেন্ডের একটি টিজার পোস্ট করে জানানো হয় যে Nokia5310 ফোনটি ১৬ জুন ভারতে লঞ্চ হবে। #NeverMissABeat এবং #Nokia5310 হ্যাশট্যাগ ব্যবহার করে ট্যুইটে কোম্পানি লিখেছে,'আমরা আইকনিক মিউজিক ফোনটিকে ফিরিয়ে নিয়ে আসছি।' এই ফোনের বৈশিষ্ট্য হল এর ডিজাইন আর ব্যাটারি ব্যাকআপ।

Nokia 5310 (2020) ফিচার - Nokia 5310 ফোনে রয়েছে ২.৪ ইঞ্চি QVGA ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে মিডিয়াটেক MT6260A প্রোসেসর, সঙ্গে 8MB র‍্যাম ও 16MB স্টোরেজ। ফোনে মেমোরি কার্ড এর সাহায্যে স্টোরেজ বাড়ানো যাবে। ফোনে থাকবে সিরিজ 30+ অপরেটিং সিস্টেম।

ক্যামেরার জন্য ফোনে রয়েছে একটি VGA ক্যামেরা। রয়েছে ১২০০ mAh এর ব্যাটারি। একবার ফুল চার্জ দিলে ২২ দিন পর্যন্ত চলবে এই ফোন। এছাড়া ফোনের অন্যান্য ফিচার লঞ্চ করার পর জানা যাবে। ফোনে এমপি ৩ ও এফএম এর সুবিধা দেওয়া হয়েছে। এছাড়াও ফোনে দুটি স্পিকারও থাকছে।

Nokia 5310 (2020) ফোনটির দাম ৩৯ ইউরো। এই ফোনটি সাদা ও লাল এবং কালো ও লাল রঙে পাওয়া যাবে।

Published by: Ananya Chakraborty
First published: June 15, 2020, 8:44 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर