• Home
 • »
 • News
 • »
 • technology
 • »
 • আজ প্রথমবার সেলে পাওয়া যাচ্ছে Nokia 5310 Xpress Music, জেনে নিন দাম ও ফিচার্স

আজ প্রথমবার সেলে পাওয়া যাচ্ছে Nokia 5310 Xpress Music, জেনে নিন দাম ও ফিচার্স

১৩ বছর পর নতুন রূপে ফিরল Nokia-র এই জনপ্রিয় ফোন, জেনে নিন ফোনের দাম ও ফিচার্স

১৩ বছর পর নতুন রূপে ফিরল Nokia-র এই জনপ্রিয় ফোন, জেনে নিন ফোনের দাম ও ফিচার্স

১৩ বছর পর নতুন রূপে ফিরল Nokia-র এই জনপ্রিয় ফোন, জেনে নিন ফোনের দাম ও ফিচার্স

 • Share this:

  #নয়াদিল্লি: HMD গ্লোবাল একটি নতুন ফিচার ফোন লঞ্চ করেছে Nokia 5310। আজ, ২৩ জুন দুপুর ১২টা থেকে Amazon ও Nokia-তে পাওয়া যাচ্ছে এই ফিচার ফোনটি। ১৬ জুন ভারতে এই ফিচার ফোনটি লঞ্চ করেছিল Nokia। ১৩ বছর পর নতুন রূপে ফের একবার বাজারে এল Nokia-এর মিউজিক এক্সপ্রেস ফোন Nokia 5310। ২০০৭ সালে HMD Global লঞ্চ করেছিল Nokia 5310 Xpress Music ফোনটি, তারই আপগ্রেড ভার্সন হচ্ছে এই Nokia 5310 (2020)। এই ফোনটির সব থেকে বড় আকর্ষণ এর ব্যাটারি ব্যাকআপ। কোম্পানি জানিয়েছে যে একবার ফুল চার্জ দিলে ২২ দিন পর্যন্ত চলবে এই ফোন। সেই সঙ্গে এই ফোনে মিউজিকের জন্য রয়েছে আলাদা কিস আর দুটি স্পিকার। জেনে নিন ফোনের দাম ও ফিচার্স

  Nokia 5310 স্পেসিফিকেশন - Nokia 5310 ফোনে থাকছে সিরিজ 30+ অপারেটিং সিস্টেম। ফোনে রয়েছে প্রিলোডেড ইন্টারনেট ব্রাইজার। ফোনে এমপি ৩ প্লেয়ারের সঙ্গে রয়েছে FM রেডিও। এই ফোনে রয়েছে ২.৪ ইঞ্চি QVGA ডিসপ্লের সঙ্গে রয়েছে ডুয়াল সিম সাপোর্ট। উন্নত পারফরম্যান্সের জন্য ফোনের ভিতরে রয়েছে মিডিয়াটেক MT6260A প্রোসেসর, সঙ্গে 8MB র‍্যাম ও 16MB স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোনের পিছনে রয়েছে একটি VGA ক্যামেরা। রয়েছে ১২০০ mAh এর ব্যাটারি। একবার ফুল চার্জ দিলে ২২ দিন পর্যন্ত চলবে এই ফোন। এছাড়াও ফোনে দুটি স্পিকারও থাকছে। ফোনটির ওজন ৮৮.২ গ্রাম।

  Nokia 5310 দাম - ভারতে নতুন Nokia 5310 (2020) ফোনটির দাম ৩,৩৯৯ টাকা। ফোনটিতে রয়েছে ডুয়েল টোন ফিনিশ। এই ফোনটি সাদা ও লাল এবং কালো ও লাল রঙে পাওয়া যাবে।

  Published by:Ananya Chakraborty
  First published: