#মুম্বই: লঞ্চ হওয়ার পর থেকেই টেলিকম বাজারে শোরগোল ফেলে দিয়েছে রিল্যায়েন্স জিও ৷ এর মধ্যেই রিলায়েন্স জিও ভারতের ইন্টারনেট পরিষেবা ও টেলিকম দুনিয়ায় বিপ্লব এনেছে জিও ৷ এবার টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও-এর মুকুটে যুক্ত হল নতুন পালক ৷
লঞ্চ হওয়ার পর থেকেই বিনামূল্যে ডেটা ও কলিংয়ের পরিষেবা দিয়ে গ্রাহকদের মন জয় করে নিয়েছে জিও ৷ এর জেরে নড়েচড়ে বসতে হয়েছে বাকি মোবাইল সংস্থাগুলিকে ৷ প্রতিযোগিতায় টিকে থাকতে একের পর এক নতুন অফার নিয়ে এসেছে বাকি সংস্থাগুলি ৷
সম্প্রতি ভারতীয় টেলিকম রেগুলেটরি অথরিটি (ট্রাই) রিপোর্ট অনুযায়ী, ৪জি ডেটা স্পিডের দিক থেকে ফের একবার সকলকে পিছনে ফেলে এখন সেরা জিও ৷ সেপ্টেম্বর মাসের ডাউনলোড স্পিডে সমস্ত সার্ভিস প্রোভাইডরকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে জিও।
রিপোর্ট অনুযায়ী, সেপ্টেম্বর মাসে জিও-র ডাউনলোড স্পিড ছিল ১৮.৪৩৩ এমবিপিএস। ৷ দ্বিতীয় স্থানে থাকা ভোডাফোন অনেকটাই পিছিয়ে রয়েছে ৷ভোডাফোনের স্পিড ৮.৯৯৯ এমবিপিএস ৷ আইডিয়ার স্পিড ৮.৭৪৬ এমবিপিএস, এয়ারটেল ৮.৫৫০ এমবিপিএস ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jio Tops 4G Download Speeds Again, Reliance Jio, TRAI, TRAI's MySpeed Portal