হোম /খবর /মোবাইল /
Google-এর নতুন চমক, শীঘ্রই আসছে Pixel 6, Pixel 6 PRO

Google-এর নতুন চমক, শীঘ্রই আসছে Pixel 6, Pixel 6 PRO

Xaomi, Vivo,  Samsung-এর সঙ্গে লড়াইয়ের ময়দানে Google

  • Share this:

Google Pixel 6: Google ফোন মানেই ফ্ল্যাগশিপ, স্টক অ্যান্ড্রয়েড ভার্সন। সম্প্রতি আপডেটেড টেকনোলজিতে ভরপুর Pixel 6 ফোন লঞ্চ করতে চলেছে Google। যদিও সংস্থার পক্ষ থেকে এখনও এই বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করেনি। মঙ্গলবার সকালে Google তার পরবর্তী ফ্ল্যাগশিপ ফোন পিক্সেল ৬ সম্পর্কে নেটদুনিয়ায় জানিয়েছে। Xaomi, Vivo, Samsung-এর সঙ্গে লড়াইয়ের ময়দানে Google-এর এই দুই মডেলের ফোন কতটা টিকে থাকতে পারে সেদিকে নজর রয়েছে সকলের।

কোম্পানি এই নতুন ফোনের ব্যাপারে বিস্তারিত কিছু না বললেও এ বিষয়ে অনেককিছু জানা গিয়েছে। যেমন...

Google Pixel 6-

১. ৬.৪ ইঞ্চি ডিসপ্লে।

২. ৫০ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল এবং ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের দুটি রিয়ার ক্যামেরা।

৩. ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

৪. ৮ জিবি ব়্যাম

৫. ১২৮ জিবি এবং ২৫৬ জিবির ইন্টারনাল স্টোরেজ।

৬. অ্যান্ড্রয়েড ১২ সফটওয়্যার।

৭. ৪৬১৪ mAh ব্যাটারি।

Google Pixel 6 PRO-

১. ৬.৭১ ইঞ্চি প্লাস্টিক ও এলইডি ডিসপ্লে।

২. লেটেস্ট অ্যান্ড্রয়েড ১২ সফটওয়্যার।

৩. ৩টি রিয়ার ক্যামেরা। যার মধ্যে থাকছে ৫০ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ৪৮ মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স এবং ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর।

৪. ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

৫. থাকছে ১২ জিবি ব়্যাম।

৬. ১২৮ জিবি, ২৫৬ জিবি এবং ৫১২ জিবির স্টোরেজেরও অপশন রয়েছে।

৭. ৫০০০ mAh ব্যাটারি।

এ বিষয়ে Google-এর সিইও সুন্দর পিচাই (Sundar Pichai) বলেছেন যে তাঁরা দীর্ঘ প্রায় ৪ বছরেরও বেশি সময় ধরে এই মডেলগুলি নিয়ে কাজ করছেন। তিনি এও দাবি করেন, Google-এর দুনিয়ায় এই নতুন দুই মডেলের ফোন যুগান্তকারী হতে চলেছে।

পিচাই আরও জানান, এই দুই ফোনেই রয়েছে ৫জি সাপোর্ট। সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয় হল এই যে, স্মার্টফোন দুটিতেই থাকছে অন্তত ৫ বছরের জন্য সফটওয়্যার আপডেট করার সুবিধা। তবে কোম্পানি এখনও অবধি এই দুই ফোনের দাম কত রাখতে চলেছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Google, Google Pixel