স্মার্টফোন এখন প্রত্যেকের হাতে হাতে। শুধু ফোন করা বা বিনোদনের জন্য নয়, নামের মতো মানুষের জীবনও অনেক স্মার্ট করে তুলেছে ওই মুঠোফোন। সকালে উঠে সারাদিনের সিডিউল চেক করা থেকে শুরু করে রাতে শুতে যাওয়ার আগে সোশ্যাল মিডিয়া একবার চোখ বুলিয়ে নেওয়া। সবই সম্ভব হচ্ছে ওই মুঠোফোনের মাধ্যমে। ঘরের লাইট বন্ধ করা থেকে শুরু করে খাবার অর্ডার করা হোক বা প্রিয়জনের ছবি তোলা হোক। সবেতেই ব্যবহার যোগ্য স্মার্টফোন। কিন্তু অনেক সময় স্মার্ট ফোন আনস্মার্টের মতো ব্যবহার করে। ফোন অন হতে দেরি। কোনও অ্যাপে টাচ করার পর তা খুলতেও বেশ কিছুটা সময় নেয়। তার ফলে বিরক্তি যেমন হয় তেমনই কোনও কাজে বিলম্ব হয়। আর সেকারণে ফোন যাতে খুব দ্রুত পারফর্ম করে তার জন্য প্রয়োজনীয় সবকিছু করা দরকার।
মূলত ফোনের RAM-এ ডেটা স্টোর হলে তা স্লো হয়ে যায়। যেকোনও অ্যাপ ব্যবহার করার সময় একটি টেম্পোরারি ফাইল নিজের কাছে স্টোর করে RAM। অ্যাপ বন্ধ করার পরেও সেই ফাইলগুলি RAM-এ স্টোর হয়ে যায়। যখন অনেকগুলি ফাইল স্টোর হয় RAM-এ তখন স্বাভাবিকভাবে ফোন স্লো হয়ে যায়। তা থেকে মুক্তি পেতে RAM পরিষ্কার করা দরকার।
কীভাবে RAM পরিষ্কার করা হয়?
ক্রোমের ক্যাশে ক্লিয়ার করার জন্য যে যে পদ্ধতি অবলম্বন করা দরকার-
স্টেপ ১- ক্রোমের ডানদিকে একটি ট্রিপল ডট থাকে। সেখানে ক্লিক করতে হবে
স্টেপ ২- তারপর একটি ড্রপডাউন মেনু খুলবে। সেখানে হিস্ট্রি নামে একটি অপশন থাকবে সেখানে ক্লিক করতে হবে।
স্টেপ ৩- হিস্ট্রি অপশনে ক্লিয়ার ব্রাউজিং ডেটা অপশন থাকবে।
স্টেপ ৪- সেখানে নিজের পছন্দ মতো অপশন পছন্দ করে ডিলিট করা যেতে পারে অথবা সব ডিলিট করা যেতে পারে।
Android স্মার্টফোনের ক্যাশে ক্লিয়ার করার পদ্ধতি
স্টেপ ১- সেটিংস অপশনে যেতে হবে।
স্টেপ ২- স্টোরেজ অপশনে ক্লিক করতে হবে
স্টেপ ৩- স্টোরেজ অপশনে গিয়ে আদার অ্যাপ (Other App) অপশন ক্লিক করতে হবে
স্টেপ ৪- সেখানে প্রতিটি অ্যাপের ভিতর ঢুকে ক্যাশে ক্লিয়ার করা যেতে পারে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Smartphone