#মুম্বই: বিনামূল্যে ডেটা পরিষেবার পর এবার ফ্রি ব্রডব্যান্ড পরিষেবা নিয়ে আসতে চলেছে জিও ৷ খুব শীঘ্রই ফ্রি ব্রডব্যান্ড পরিষেবা ‘জিও ফাইবার’ লঞ্চ করতে চলেছে রিল্যায়েন্স জিও ইনফোকম ৷ এই পরিষেবায় ন্যূনতম ১০০mbps ডেটা স্পিডের সুযোগ পাবেন গ্রাহকরা ৷ গ্রাহকদের আল্ট্রা ফাস্ট ইন্টারনেট কানেকশন মানুষের কাছে পৌঁছে দেওয়া মুকেশ আম্বানির সংস্থার লক্ষ্য ৷ পরীক্ষামূলক ভাবে প্রথম বিনামূল্যে এই পরিষেবা চালু করবে জিও ৷
জানা গিয়েছে, প্রথমে ট্রায়ালে পাঁচটি শহর-জামনগর, নয়াদিল্লি, মুম্বই, চেন্নাই ও হায়দরাবাদে এই পরিষেবা চালু করা হবে ৷ জুন মাসে এই ‘Jio Fibre' প্রিভিউ পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে সংস্থার ৷ এতে বিনামূল্যে পরিষেবা উপভোগ করতে পারবেন গ্রাহকরা ৷ তিন মাস পর থেকে ৫০০ টাকায় মিলবে ৬০০ জিবি ডেটা ৷
পাওয়া যাবে ১০০ mbps ডেটা স্পিড ৷ ২০০০ টাকায় মিলবে ১০০০ জিবি ডেটা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, Jio, JioFiber, JioFiber Preview Offer, JioFiber Preview Offer with three months free service, Mukesh Ambani, No end to data wars, Reliance Jio free offers, Reliance Jio's new plans