#নয়াদিল্লি: এবার দুর্দান্ত গতির ইন্টারনেটের সূচনা হতে চলেছে ভারতে৷ কোয়ালকম টেকনোলজিস (Qualcomm Technologies, Inc), জিও প্ল্যাটফর্ম লিমিটেড এবং তাদের অধীনে থাকা সহায়ক সংস্থা র্যাডিসিস কর্পোরেশন (Radisys Corporation) দেশে 5G নেটওয়ার্কের পরিকাঠামো এবং পরিষেবার কাজ শুরু করতে চলেছে৷ সংস্থার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে 5G পরীক্ষা নিরীক্ষার (trials) প্রায় শেষ স্তরে এসে ১ জিবিপিএস (1 Gbps) স্পিড মিলেছে৷ এর ফলে 5G পরিকাঠামো গঠনের ক্ষেত্রেও আস্থা অর্জন করল জিও৷ একই সঙ্গে গিগাবাইট 5G NR প্রডাক্ট পোর্টফোলিওয়ে ঢুকে পড়ল ভারতের নাম, সঙ্গে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে জিও৷
5G ইন্টারনেট কানেকশনের স্মার্ট ফোন বা ল্যাপটপ বা AR/VR প্রডাক্ট, সব কিছুতেই মিলবে বেশি ডেটা রেটস, বেশি গতি যা ডিজিটাল অভিজ্ঞতাকে আরও সুখকর করে তুলবে৷রিলায়েন্স জিও ইনফোকমের প্রেসিডেন্ট, ম্যাথিউ উমেন জানান, কোয়ালকম টেকনোলজিসের সঙ্গে কাজ করে আমরা খুবই উৎসাহী৷ নতুন জেনারেশনের ক্লাউড নেটিভ 5G RAN প্রযুক্তি নিয়ে কাজ করছি আমরা৷ কোয়ালকম টেকনোলজিসের সঙ্গে জিও হাত মিলিয়ে যে সুরক্ষিত RAN সলিউশন তৈরি করেছে তা স্থানীয় উৎপাদনের ক্ষেত্রে এক দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে৷ এরফলে আত্মনির্ভর ভারতের পক্ষে আরও এক নতুন পদক্ষেপ এবং একই সঙ্গে 5G দেশ হিসেবে উঠে আসবে ভারতের নাম৷ জানিয়েছেন ম্যাথিউ উমেন৷
অন্যদিকে 4G/5G কোয়ালকম টেকনোজলিসের (Qualcomm Technologies, Inc)-এর সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট এবং জেনারেল ম্যানেজার দুর্গা মালাডি জানান, বিশ্বেজুড়ে 5G-র পরিকাঠামো গঠনে করতে চায় কোয়ালমক টেকনোলজিস৷ রিলায়েন্স জিও-র 5G এন আর প্রোডাক্টের সঙ্গে যুক্ত হয়, ভারতে দ্রুত গতির 5G ইন্টারনেট পরিষেবার লক্ষ্য নিয়ে এগোচ্ছি আমরা৷ চূড়ান্ত পরীক্ষ নিরিক্ষায় মিলেছে ফল৷
কোয়ালকম ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট এবং কোয়ালকম ইন্ডিয়ার প্রেসিডেন্ট রাজেন ভাগাডিয়া জানিয়েছেন, রিলায়েন্স জিও সঙ্গে আমাদের সম্পর্ক দীর্ঘদিনের৷ দেশে 5G পরিষেবা গঠনে আরও একবার একসঙ্গে কাজ করতে পেরেছে দুই সংস্থা৷ দেশে ডিজিটাল জোয়ারে আরও মাত্রা যোগ করবে 5G নেটওয়ার্ক৷ মোবাইল ফোন ব্যবহারকারী হোক বা কোনও উৎপাদন ক্ষেত্র, স্বাস্থ্য পরিবেষা এবং খুরচো ব্যবসা, সব ক্ষেত্র থেকেই 5G পরিষেবার বিষয় বিপুল সাড়া মিলবে বলেই মনে করা হচ্ছে৷ এর আগে 4G নেটওয়ার্ক ছড়িয়ে দিতে খুবই তাৎপর্যপূর্ণ ভূমিকা ছিল জিও-র৷ এরপর 5G পরিষেবার ক্ষেত্রেও জিও এক অগ্রণী ভূমিকা নেবে বলেই আশা৷
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সংখ্যাগরিষ্ঠ মালিকানাধীন সহায়ক সংস্থা জিও প্ল্যাটফর্মস লিমিডেট (জিও) তৈরি করেছে বিশ্বমানের সমস্ত আইপি (IP) নেটওয়ার্ক যার সর্বশেষ সংস্করণ হল 4G LTE প্রযুক্তি, যা আপগ্রেড করা যায় খুবই সহজে৷ 5G, 6G এবং তার পরবর্তীতেও এই বর্তমান প্রযুক্তিকে আপগ্রেড করা সম্ভব৷
ভারতের ডিজিটাল পরিষেবার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে জিও৷ দেশের ১.২ কোটি মানুষকে ডিজিটাল মাধ্যমের বিষয় সচেতন করা হোক বা তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের পিছনে জিওর হাত রয়েছে৷ ডিজিটাল ক্ষেত্রে ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার মূলে রয়েছে জিও৷ অন্যদিকে নিজেদের গ্রাহকদের জন্য যুগান্তকারী পরিবর্তন ঘটিয়েছে৷ জিওর গ্রাহকদের জন্য ভয়েস কলের সুবিধা দেওয়া হচ্ছে বিনামূল্যে৷ একই সঙ্গে ফোন বা অনলাইন ডেটার ক্ষেত্রেও জিও-র ভূমিকা অপরিসীম৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।