• Home
 • »
 • News
 • »
 • technology
 • »
 • ৯৯ টাকায় এবার জিও প্রাইম, কী এই প্রাইম মেম্বরশিপ ?

৯৯ টাকায় এবার জিও প্রাইম, কী এই প্রাইম মেম্বরশিপ ?

গ্রাহকদের জন্য আরও একবছর ঢালাও অফার আনছে রিলায়েন্স। কী সেই অফার? তার জন্য কতই বা খরচ করতে হবে আপনাকে?

গ্রাহকদের জন্য আরও একবছর ঢালাও অফার আনছে রিলায়েন্স। কী সেই অফার? তার জন্য কতই বা খরচ করতে হবে আপনাকে?

গ্রাহকদের জন্য আরও একবছর ঢালাও অফার আনছে রিলায়েন্স। কী সেই অফার? তার জন্য কতই বা খরচ করতে হবে আপনাকে?

 • Share this:

  #মুম্বই: ৩১শে মার্চ শেষ হওয়ার কথা ছিল রিলায়েন্স জিও-র হ্যাপি নিউ ইয়ার অফার। বিনামূল্যে ভয়েস কল ও ডেটা প্ল্যানের সৌজন্যে যা প্রতিদ্বন্দ্বী টেলিকম সংস্থাগুলিকে চাপে ফেলে দিয়েছিল। কিন্তু ফ্রি-য়ের জমানা শেষ হওয়ার পর কী হবে? জিও ব্যবহার করতে কত টাকাই বা খরচ করতে হবে? এই প্রশ্নগুলিই ঘুরপাক খাচ্ছিল কোটি কোটি জিও গ্রাহকের মাথায়। মঙ্গলবার যার উত্তর নিয়ে হাজির হলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি।

  গ্রাহকদের জন্য আরও একবছর ঢালাও অফার আনছে রিলায়েন্স। কী সেই অফার? তার জন্য কতই বা খরচ করতে হবে আপনাকে?

  - ৩১ মার্চ শেষ হচ্ছে জিও-র ফ্রি-য়ের জমানা - তবে গ্রাহকদের ধরে রাখতে ঢালাও অফার আনল রিলায়েন্স - নতুন প্ল্যান 'জিও প্রাইম মেম্বারশিপ' - বার্ষিক এককালীন ৯৯ টাকার বিনিময়ে এই প্ল্যানে নথিভুক্ত হতে পারবেন গ্রাহকরা - তারপর মাসে ৩০৩ টাকায় মিলবে আনলিমিটেড ভয়েস কল এবং ডেটার সুবিধা

  সেপ্টেম্বরে যাত্রা শুরু পর কেটে গিয়েছে ৬ মাস। এই ছ'মাসে দশ কোটি গ্রাহক যুক্ত হয়েছেন জিওর সঙ্গে। যা বড় সাফল্য হিসেবেই দেখছে মুকেশ আম্বানির সংস্থা।

  চলতি বছরের মধ্যেই দেশের ৯৮ শতাংশ গ্রাহকের দোড়গোড়ায় জিওকে পৌঁছে দিতে চায় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ।

  গত ১৭০ দিনে প্রত্যেক সেকেন্ডে জিও-র সঙ্গে যুক্ত হয়েছে সাতজন করে গ্রাহক ৷

  প্রত্যেকদিন ২০০ কোটি ভয়েস ও ভিডিও কল করেছে রিল্যায়েন্স জিও-র গ্রাহকরা ৷

  এই মুহূর্তে জিও-র ৬০,০০০ কর্মচারী রয়েছে ও ১০ লক্ষ রিটেল পার্টনার ৷

  জিও গ্রাহকরা চিনের থেকে ৫০শতাংশ বেশি ডেটা ব্যহার করে থাকেন ৷

  ডেটা ব্যবহারে সারাবিশ্বে ভারতের স্থান প্রথম

  ২০১৭ সালের শেষ পর্যন্ত প্রত্যেক শহর ও গ্রামে জিও নেটওয়ার্ক পৌঁছে যাবে ৷

  First published: