• Home
 • »
 • News
 • »
 • technology
 • »
 • ভ্যালেনটাইনস ডে-তে এয়ারটেল, ভোডাফোনকে জিও-র প্রেম নিবেদন

ভ্যালেনটাইনস ডে-তে এয়ারটেল, ভোডাফোনকে জিও-র প্রেম নিবেদন

ভ্যালেনটাইনস ডে-তে এয়ারটেল, ভোডাফোনকে জিও-র প্রেম নিবেদন

ভ্যালেনটাইনস ডে-তে এয়ারটেল, ভোডাফোনকে জিও-র প্রেম নিবেদন

ভ্যালেনটাইনস ডে-তে এয়ারটেল, ভোডাফোনকে জিও-র প্রেম নিবেদন

 • Share this:

  #মুম্বই: বাজারে আসার পর থেকেই শিরোনামে জিও ৷ লঞ্চ করার পর রিলায়েন্স জিও ভারতের ইন্টারনেট পরিষেবা ও টেলিকম দুনিয়ায় বিপ্লব এনেছে জিও ৷ বদলে দিয়েছে ভারতের স্মার্টফোন ব্যবহারকারীদের দুনিয়া ৷ জিও-এর ফোর জি ইন্টারনেটের বিঘ্নহীন পরিষেবায় আপ্লুত গ্রাহকরা ৷ প্রথম একমাসেই এই বিপুল পরিমাণ গ্রাহক জিও-র পরিষেবার সঙ্গে যুক্ত হয়েছেন ৷ এর ফলে রিলায়েন্স জিও বিশ্বের মধ্যে সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া স্টার্ট আপ ও প্রথম টেলিকম অপারেটের মর্যাদা জিতে নিয়েছে ৷ শুরু করার এক মাসের মধ্যে জিও-র রেকর্ড গ্রোথ ফেসবুক, হোয়াটস অ্যাপ ও স্কাইপকের মতো সংস্থাকেও পিছনে ফেলে দিয়েছে ৷

  জিও লঞ্চ হওয়ার পর থেকেই স্বভাবতই নড়েচড়ে বসেছে বাকি টেলিকম সংস্থাগুলি ৷ টেলিকম দুনিয়ায় এমন ভাবে নিজের প্রভাব বিস্তার করতে থাকে জিও যে রিল্যায়েন্সের বিরুদ্ধে টেলিকম আইন ভাঙার অভিযোগ জানিয়েছিল বাকি মোবাইল সংস্থাগুলি ৷ এর জেরে বেশ অস্বস্তির মুখে পড়তে হয়েছিল রিল্যায়েন্স জিওকে ৷

  তবে প্রেম দিবসে প্রতিযোগী সংস্থা এয়ারটেল, ভোডাফোন ও আইডিয়াকে প্রেম নিবেদন সবাইকে একপ্রকার চমকে দিয়েছে জিও ৷  ‘হ্যাপি ভ্যালেন্টাইন ডে’ ট্যুইট করে  অন্য মোবাইল সংস্থাগুলিকে শুভেচ্ছা জানিয়েছে জিও ৷  নিজের বাণিজ্যিক শক্রদের প্রেমের বার্তা পাঠিয়ে জিও প্রমাণ করে দিল যুদ্ধেও প্রেম লুকিয়ে আছে ৷

  First published: