লক্ষ্য ৫০ কোটি ইউজার্স! সস্তায় Smartphone এনে ঝড় তুলতে চাইছে Jio

Last Updated:

ভারতে মোবাইল ইউজার্স-এর সংখ্যা প্রায় ১০০ কোটি। যার মধ্যে প্রায় ৫৫ কোটি ইউজার টুজি বা থ্রিজি নেটওয়ার্ক ব্যবহার করেন।

#নয়াদিল্লি: লক্ষ্য ৫০ কোটি ইউজার। আর সেই লক্ষ্যেই দ্রুত এগিয়ে যেতে চায় রিলায়েন্স জিও। গত বছরের অগাস্ট মাসে বার্ষিক আলোচনায় সংস্থার তরফে ৫০ কোটি ইউজার টার্গেটের কথা বলা হয়েছিল। আর এই ৫০ কোটি ইউজারের লক্ষ্য ছুঁতে এবার সস্তায় ফোরজি স্মার্টফোন বাজারে আনার স্ট্র্যাটেজি নিয়েছে জিও। সস্তায় ফোরজি স্মার্টফোন এনে আরও একবার মোবাইলের বাজারে ঝড় তুলতে চাইছে তারা। এই মুহূর্তে অন্য কোম্পানির নেটওয়ার্কে ৫০ কোটির বেশি ইউজার্স রয়েছে। জিও সেই টুজি অথবা থ্রিজি ইউজারদের টার্গেট করছে ।
জিও-র এই মুহূর্তে ইউজার্স রয়েছে ৩৭.৫ কোটি। ফোরজি নেটওয়ার্ক আনার পর সারা দেশে পাল্লা দিয়ে বেড়েছিল জিও ইউজার্স। এখনও জিও ফোর জি ইউজারের সংখ্যা অনেকটাই বেশি। তবে এবার সস্তায় ফোরজি স্মার্টফোন এনে ইউজার আরও বাড়িয়ে নিতে চাইছে জিও। একইসঙ্গে জিও ফোনে নতুন কিছু আকর্ষক অফার এনেও ইউজারদের সংখ্যা বাড়াতে চাইছে জিও। অর্থাৎ একইসঙ্গে নতুন স্মার্টফোন লঞ্চ এবং জিও ফোনে আকর্ষক অফার, এই দুই স্ট্রাটেজিতে বাজার ধরতে চাইছে জিও। সংস্থার তরফে বলা হয়েছে, ডিজিটাল প্ল্যাটফর্মের উন্নতিতে জিও সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চেয়েছে। করোনা মহামারীর জেরে গত অর্থবর্ষে জিওকে ধাক্কা সামলাতে হয়েছে। সেক্ষেত্রে জিও চলতি অর্থবর্ষে ইউজারের সংখ্যা বাড়িয়ে ক্ষতি পূরণ করে নিতে চাইছে।
advertisement
ভারতে মোবাইল ইউজার্স-এর সংখ্যা প্রায় ১০০ কোটি। যার মধ্যে প্রায় ৫৫ কোটি ইউজার টুজি বা থ্রিজি নেটওয়ার্ক ব্যবহার করেন। জিও শুরু থেকেই সব ইউজারদের ফোরজি সার্ভিস দেওয়ার পক্ষপাতি। সেই জন্য ২০১৭ সালে প্রথমবার দেড় হাজার টাকায় সস্তার ফোরজি ফিচার স্মার্টফোন লঞ্চ করেছিল তারা। সস্তার ফোনে ফোরজি কানেক্টিভিটি। সেই অফার দারুণ পছন্দ হয়েছিল গ্রাহকদের। জিও ফোনের এক কোটি ইউনিট বিক্রি হয়েছিল সেবার। সস্তায় ফোরজি স্মার্টফোনের বাজার ধরতে চাইছে জিও। তবে সেই স্মার্টফোনের দাম কত হবে তা এখনই সংস্থার তরফে কিছু জানানো হয়নি।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
লক্ষ্য ৫০ কোটি ইউজার্স! সস্তায় Smartphone এনে ঝড় তুলতে চাইছে Jio
Next Article
advertisement
Indigo Update: ৯৫ শতাংশ গন্তব্যে ফের পরিষেবা শুরু, কেন্দ্রের কড়া বার্তার পর তৎপর ইন্ডিগো!
৯৫ শতাংশ গন্তব্যে ফের পরিষেবা শুরু, কেন্দ্রের কড়া বার্তার পর তৎপর ইন্ডিগো!
  • অবশেষে ইন্ডিগো-র পরিষেবায় উন্নতি৷

  • ৯৫ শতাংশ গন্তব্যে ফের পরিষেবা শুরু৷

  • শনিবারও সংস্থার ৮৫০ উড়ান বাতিল৷

VIEW MORE
advertisement
advertisement