#মুম্বই: লঞ্চ হওয়ার পর থেকে এবার জিও ফোন নিয়ে গ্রাহকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে ৷ সম্প্রতি সংস্থার বার্ষিক সাধারণ সভায় জিও ফোন লঞ্চ করার কথা ঘোষণা করেন রিল্যায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানি ৷ এরপর থেকেই মানুষের মধ্যে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে ৷ এই ফোনে কী কী ফিচার্স থাকবে ৷ কীভাবে রেজিষ্ট্রেশন করতে হবে ৷ ফোনটির জন্য আবেদন করবেন কী করে ?
আগামীকাল অথার্ৎ ২৪ সেপ্টম্বর থেকে অনলাইন ও অফলাইনে বুক করা যাবে জিও ফোন ৷
জিও-র এই ফিচার ফোন VoLTE নেটওয়ার্কে চলবে ৷ জিও টিভি ও জিও সিনেমা অ্যাপস ফোনে প্রি ইনস্টল করা থাকবে ৷ হ্যান্ডসেট ২২ টি ভারতীয় ভাষা সাপোর্ট করবে ৷
ফোন বুক করার জন্যে আধার কার্ড বাধ্যতামূলক ৷ একটি আধার নম্বরে একটি ফোন মিলবে ৷